নিউজ শর্ট ডেস্ক: দিল্লি মানেই রাজ-রাজাদের শহর। যার পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। তাই শুধু ইতিহাসের পাতায় নয় এখানকার মানুষের জীবনেও এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় দেশ বিদেশের বহু পর্যটকদের আকর্ষণ এই দিল্লির বুকেই রয়েছে এমন কিছু জায়গা যেখানে গেলে অনেকেই বিদেশ ভেবে ভুল করবেন।
তাই কম বাজেটেই করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু দিল্লি বেশি দূর নয়! তাই সাধ্যের মধ্যেই বিদেশ ভ্রমণের সাধ পূরণ করতে চাইলে এবার বিদেশেও যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের দেশের রাজধানী দিল্লিতেই রয়েছে বিদেশের মতো দেখতে বেশ কিছু দেশি জায়গা। আসলে এই জায়গাগুলি বিদেশী থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।
স্বপ্নের রাজ্য গুরুগ্রাম
দেশের প্রাণকেন্দ্র তথা রাজধানী দিল্লির গুরুগ্রাম তার রাজকীয় জীবন-যাপনের জন্য বিখ্যাত। এখানকার ‘কালচার গলি’ স্বপ্নের রাজ্যের মতোই সুন্দর। এখানকার আলো চোখ আর মনকে দারুন আরাম দেয়। এখানে একবার গেলেই যে কারও বিদেশ বলে মনে হবে।
সারাই কালে খানের রয়েছে বিশ্বের সাতটি আশ্চর্য
সপ্তম আশ্চর্য্য দেখার স্বপ্ন পূরণ করা সহজ কথা নয়। বিশেষ করে সাথ দেয় না বাজেট। তাই এবার ভারতীয়দের নাগালের মধ্যেই আনা হয়েছে বিশ্বের সাতটি আশ্চর্যকে। তাই সাধ্যের মধ্যেই সাধপূরণ করতে রাজধানী দিল্লির সরাই কালে খানে নতুন করে তৈরি করা হয়েছে ওয়েস্ট টু ওয়ান্ডার থিম পার্ক।
আরও পড়ুন: কলকাতা থেকে যাওয়া যাবে এক বাসেই, বাংলার এই নতুন পিকনিক স্পটে গেলে ঝাক্কাস লাগবে
নয়ডার ভেনিস মল
নামের মতোই ধাম! আসলে নামেরমিল রেখেই একেবারে ইতালিয়ান থিমে ডিজাইন করা হয়েছে ‘দ্য গ্র্যান্ড ভেনিস মল’টি। তাই বিদেশে যাওয়ার স্বপ্ন থাকলে অবশ্যই একবার ‘দ্য গ্র্যান্ড ভেনিস মলে’ ঘুরে আসুন। এই মলের মধ্যেই নীল জলপথে নৌকা ভ্রমণ করতে পারবেন।
কনট প্লেস দিল্লির প্রাণকেন্দ্র
দিল্লি গিয়ে যদি কনট প্লেসেই না গেলেন, তাহলে আর কি দেখলেন! এই কনট প্লেসকেই বলা হয় দিল্লির প্রাণকেন্দ্র। শপিং কমপ্লেক্স থেকে পাব এবং রেস্তোরাঁ সবকিছুই পাওয়া যাবে এখানে। এছাড়াও এই কনট প্লেসের বিশেষত্ব হল এর সেন্ট্রাল প্লাজা, যা জর্জিয়ান থিমে তৈরি করা হয়েছে।