নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের (Indiaan Cricket) অন্যতম সফল ক্রিকেট তারকা হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। নিজের প্রতিভার জোরেই আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ট্রফির নিরিখে দেশের সর্বকালের সেরা অধিনায়ক তিনি। ২২ গজের ক্রিকেটে সেরা উইকেট কিপার তথা ব্যাটার হিসাবে পেয়েছেন বিরাট সাফল্য। ধোনি বরাবরই সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকতেই ভালোবাসেন।
তবে আড়ালে রাখেন নিজের ব্যক্তিগত জীবন। স্ত্রী-কন্যা কাউকে নিয়েই সোশ্যাল মিডিয়া তেমন একটা পোস্ট করতে দেখা যায় না ধোনিকে। ২০১৫ সালে ধোনি-সাক্ষীর কোল আলো করে এসেছিল একরত্তি জিভা (Ziva)। দেখতে দেখতে সেই ছোট্ট জিভার বয়স বয়স এখন আট। তবে ধোনির মেয়ে তিনি! তাই বয়সে ছোট হলেও তাকে নিয়ে বহু মানুষের মধ্যেই রয়েছে ব্যাপক কৌতুহল।
সকলেই জানতে চান জিভা কেমন দেখতে হল? কত বড় হয়েছে সে কিংবা সে এখন কোন স্কুলে পড়ে? কেউ কেউ জানতে চান তাঁর পড়াশোনার খরচও (School Fees)। মিডিয়া রিপোর্ট অনুসারে খবর ঝাড়খণ্ডের সেরা বোর্ডিং স্কুলেই মেয়েকে পড়াচ্ছেন ধোনি। জিভার স্কুলের নাম ‘তরিয়ান ওয়ার্ল্ড স্কুল।’ এই আন্তর্জাতিক মানের স্কুলটি রাঁচির হাজাম গ্রামে অবস্থিত।
যা এই রাজ্যের আর পাঁচটা স্কুল থেকে একেবারে আলাদা। ৬৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই স্কুলে আন্তর্জাতিক শিক্ষকরা পড়ান।পড়াশোনা ছাড়াও সেখানেই হয় জৈব চাষ ও ঘোড়া চালানো। এই স্কুলের পড়াশোনার খরচও অনেক বেশি। জানা যাচ্ছে এই স্কুলে লোয়ারকেজি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের পড়াশোনার খরচ বার্ষিক ৪ লক্ষ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: দাদা হেরে গেল দিদির কাছে! সৌরভকে হারিয়ে বাজিমাত রচনার, দাদাগিরিকে টক্কর স্টার জলসার
আর নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের পড়ার খরচ ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এই টাকার মধ্য়েই থাকে বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম,পড়ার বই, স্টেশনারি ও স্পোর্টসের জিনিসপত্রের দামও। ধোনি বর্তমানে দেশের হয়ে না খেললেও খেলা চালিয়ে যাচ্ছেন আইপিএলে। আইপিএলে খেলার জন্য প্রতি ম্য়াচ পিছু ৮৫.৭১ লক্ষ টাকা পান এম.এস। ধোনি বছরে ১৩০ কোটি টাকার ওপর আয় করেন।
আরও পড়ুন: আম্বানি, আদানি সব চুনোপুঁটি, ভারতে প্রথম ১০ লক্ষ কোটির ব্যবসা করল এই ব্যবসায়ী!
এছাড়াও Dream11, GoDaddy, Mastercard, Yippee Noodles, Gulf Engine Oil এর বিজ্ঞাপন করার জন্যও মোটা টাকা পান তিনি। ব্র্যান্ড প্রমোশন করেই ধোনি ৫০ কোটি টাকা পান। জানা যায় ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪০ কোটি টাকা। তাই ধোনি যে তাঁর মেয়ের পড়াশোনার জন্য় সেরা ব্যবস্থাই করবেন তা বলাই বাহুল্য।