নিউজ শর্ট ডেস্ক: ভরা পৌষেও এবার বেপাত্তা শীত (Winter)। বাংলাদেশে তৈরি ঘূর্ণবাত্যের প্রভাবে বছরের শেষ কটা দিনেও নেই শীতের দেখা। তাই হাড় কাঁপানো ঠান্ডায় নতুন বছরকে স্বাগত জানানোর আর কোনো আশা নেই৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বর্ষবরনের (New Year) উৎসবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। নতুন বছরেও আবহাওয়া এমনই থাকবে।
ডিসেম্বরের শেষের রাজ্যে দেখা নেই শীতের। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাক আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আবহবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এ বছর আর পড়বে না শীত। তাই কনকনে ঠান্ডায় নিউ ইয়ার সেলিব্রেশানের মজাটাই এবার মাটি হতে বসেছে বঙ্গবাসীর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আপাতত কিছুদিনের জন্য কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশেই থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশের তৈরি ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে শীত,দাপট কমেছে উত্তুরে হওয়ার। পরিবর্তে দক্ষিণা ও পুবালি হাওয়া ঢুকছে হু হু করে। সেইসাথে সাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। যার ফলে ডিসেম্বরেই বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে, আর বেলা বাড়তেই ঝলমল করছে রোদ। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী খবর আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এই রকমই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বহাল তবিয়তে রয়েছে শীতের দাপট। ইতিমধ্যেই হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সিকিমের এই তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকার।
আরও পড়ুন: এবার দুয়ারে হাজির পুরসভা! নতুন বছরেই প্রবীণ নাগরিকদের জন্য চালু হচ্ছে ‘নগরবন্ধু’
এছাড়া বাকি উত্তরবঙ্গ জুড়ে থাকবে শুকনো আবহাওয়া। হালকা মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তবে আবহাওয়াবিদদের আশ্বাস নতুন বছরেই সদর্পে ফিরে আসবে ঠান্ডা। জানুয়ারি থেকেই আবার পাল্টে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জানা যাচ্ছে মঙ্গলবার এর পর থেকেই তাপমাত্রা ২ ডিগ্রী পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।