নিউজ শর্ট ডেস্ক: নাগরিকদের সুবিধার্থে এর আগেও বহু প্রকল্প চালু করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবার নতুন বছরের উপহার হিসেবে কলকাতা বাসির জন্য ‘নগরবন্ধু প্রকল্প’ (Nagar Bondhu Scheme) চালু করতে চলেছে কলকাতা পুরসভা। গত সপ্তাহের শুক্রবারে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নতুন এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে বিশেষ সুবিধা পাবেন কলকাতার প্রবীণ নাগরিকরা।
আসলে কলকাতা পুরসভার অনেক পরিষেবা অনলাইনে চালু থাকলেও এখনও বহু প্রবীণ নাগরিক রয়েছেন যারা স্মার্টফোনে অতটাও সড়গড় নন। কিংবা তাঁরা তাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে যেতে পারেন না পুরসভাতেও। তাই তাদের সকলের কথা মাথায় রেখেই এবার এই বিশেষ স্কিম চালু করতে চলেছে কলকাতা পুরসভা। নতুন বছরের প্রথম দিন থেকেই এই পরিষেবা শুরু হবে।
নাগরিকরা কিভাবে পাবেন এই সুবিধা?
এক্ষেত্রে বয়স্ক নাগরিকরা ৮৩৩৫৯৯৯১১১ এই হোয়াটস অ্যাপ নম্বরেই খবর দিতে পারবেন। খবর পেতেই পুরসভার আধিকারিকরা ওই নাগরিকের বাড়িতে পৌঁছে যাবেন। তাই এবার থেকে জমির মিউটেশন,জন্ম মৃত্যুর শংসাপত্র, ট্রেড লাইসেন্সের আবেদন সহ অন্যান্য সমস্ত পরিষেবাই বাড়ি বসেই পেয়ে যাবেন প্রবীণ নাগরিকরা।
হোয়াটস অ্যাপে নিজেদের অসুবিধার কথা জানাতেই পুরসভার আধিকারিকরা ল্যাপটপ নিয়ে পৌঁছে যাবেন ওই প্রবীণ নাগরিকের বাড়িতে। আর সেখানে গিয়েই ফর্ম ফিল আপ করে দেবেন তাঁরা। প্রাথমিকভাবে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হলেও আগামী দিনে এই পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার্য করা হবে বলে খবর।
আরও পড়ুন: নতুন বছরে বেড়িয়ে আসুন কালিম্পং এর এই ৩ অজানা গ্রাম থেকে, মিলবে স্বর্গসুখ, খরচ নামমাত্র
এ প্রসঙ্গে এ দিন মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘পয়লা জানুয়ারি থেকে আমরা নগরবন্ধু অ্যাপ চালু করছি। এই অ্যাপের মাধ্যমে শহরের প্রবীণ নাগরিক এবং যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁরা নির্বিঘ্নে বিভিন্ন পুর পরিষেবার সুযোগ পাবেন। তাঁদের পুরসভার অফিসে যেতে হবে না। ঘরে বসেই তাঁরা এই সুযোগ পাবেন।’