নিউজশর্ট ডেস্কঃ এখন চাকরির বাজার খুব খারাপ। বিশেষ করে সরকারি চাকরি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর বেসরকারি চাকরি পেলেও সেই চাকরি টিকিয়ে রাখাও একটা চ্যালেঞ্জের বিষয়। তাই এখন বহু মানুষ চাকরির আশা প্রায় ছেড়ে দিয়েই ব্যবসায়(Business) মন দিয়েছেন। ছোটখাটো ব্যবসা করে আর্থিক উপার্জন বৃদ্ধি করতে চাইছেন সকলে। তবে হঠাৎ করে যে কোন ব্যবসা শুরু করলে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাই যে কোন ব্যবসা শুরু করার আগে ভালো করে বিচার বিবেচনা করে তারপরেই ব্যবসায় নামা উচিত। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো। যেখান থেকে বাড়িতে বসেই মোটা টাকা উপার্জন করা যায়। এই ব্যবসাটি হল ATM ফ্রাঞ্চাইজির ব্যবসা। আপনিও ব্যাংকের এটিএম মেশিনের ফ্রাঞ্চাইজি নিতে পারবেন। আর এক্ষেত্রে সবথেকে ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এই ব্যাংকের ফ্রাঞ্চাইজি নিলে একদিকে যেমন রোজকার ভালো হবে। তেমনি আপনার ব্যবসার সুরক্ষিত থাকবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ব্যবসা কিভাবে শুরু করবেন এবং কিভাবে আপনার উপার্জন বাড়বে। এসবিআই সাধারণত বড়ো সংস্থাকে এটিএম ফ্রাঞ্চাইজি খোলার আর লিজ দিয়ে থাকে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল Indicash। আপনি যে কোন জায়গাতেই এই সংস্থার এটিএম দেখতে পাবেন।
আরও পড়ুন: Business Idea: মাত্র ৮০ টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা, এখন প্রতি মাসে রোজগার ১৫০০০ টাকা!
তাই এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেখানে আপনি এটিএম ফ্রাঞ্চাইজির অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আবেদনের সম্পূর্ণ ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্ম পূরণ করতে হবে. তারপর সাবমিট করতে হবে। এই ব্যবসায় প্রাথমিকভাবে ফ্রাঞ্চাইজি প্রোভাইডারকে ২ লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হয়। তবে এই টাকা ফেরত যোগ্য।
এছাড়া আরো ৩ লক্ষ টাকা ব্যবসা শুরু করার জন্য দিতে হয় অর্থাৎ মোট ৫ লক্ষ টাকা দিলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। কারণ এটিএম মেশিনে প্রত্যেক লেনদেনের জন্য ৪ টাকা দেওয়া হয় এবং ব্যালেন্স দেখার জন্য ২ টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনার এটিএমে যদি প্রতিদিন ২০০ মানুষ টাকা লেনদেন করেন এবং ১০০ মানুষ ব্যালেন্স দেখেন তাহলে আপনার বাড়িতে বসে রোজগার হয়ে যাবে ৫০ হাজার টাকা।