Business Idea

Papiya Paul

Business Idea: মাত্র ৮০ টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা, এখন প্রতি মাসে রোজগার ১৫০০০ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে মনের ইচ্ছের পাশাপাশি কঠোর পরিশ্রম করারও প্রয়োজন হয়। আর সঠিকভাবে পরিশ্রম করতে পারলে, যে কোন কঠিন কাজ সহজেই সমাধান করা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই একজন মহিলার সম্পর্কে জানাবো যিনি ব্যবসা(Business) করে প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করছেন।

   

মহিলা হয়েও তিনি কোনদিন হার মানেননি। নিজের চেষ্টায় কঠিন পরিস্থিতি পেরিয়ে আজ স্বচ্ছন্দে নিজের জীবন কাটাচ্ছেন। তিনি তার জীবনে এই প্রথম ব্যবসা শুরু করেছিলেন মাত্র ৮০ টাকা দিয়ে। আর আজকে এই ব্যবসা করে তিনি প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা রোজগার করেন। একসময় তিনি অঙ্গনওয়াড়িতে কাজ করতেন। কিন্তু সেই টাকায় সংসার চলত না. এরপর তার স্বামীর দুর্ঘটনার পরে সংসারের বেশিরভাগ দায়িত্ব তার মাথার ওপরে উঠে এসে পড়ে।

তাই প্রায় ৫ বছর আগে তিনি মাত্র ৮০ টাকা দিয়ে বেকারির ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় কবিতা চৌধুরীকে ব্যবসার জন্য রাহুল বেকারি নামের এক সংস্থা সাহায্য করেছিলেন। এখন এই ব্যবসা করেই ভালো টাকর রোজগারের পাশাপাশি সংসার চালাচ্ছেন কবিতা। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নিগণ গ্রামে। সেই অঞ্চলের সকলের কাছেই তিনি কবিতা দিদি নামে পরিচিত।

আরও পড়ুন: Business Idea: ঘরে বসেই লক্ষ্মীলাভ, এই ব্যবসা করে প্রতি মাসে রোজগার হবে ৩০-৪০ হাজার টাকা

প্রত্যেকদিন সকালে রোজ ভোরে উঠে বাড়ি রান্না, সংসার সামলে সাইকেল নিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন। সকালবেলায় বেকারির জিনিসপত্র কিনে দিয়ে সময় মত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে যান। এরপর সেখানে রান্নার কাজ সামলে আবার কিছু গ্রাম ঘুরে, বিকেলে বাড়ি পৌঁছে যান। প্রত্যেক দিন প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার সাইকেল নিয়ে ঘুরতে হয় তাকে।

যদিও এখন তিনি নিজে ব্যবসা করেই পয়সা জমিয়ে একটা স্কুটি কিনেছেন। মাঝে মাঝে এই স্কুটি করেই ব্যবসার কাজে বেরিয়ে পড়েন। তিনি নিজে সফল হওয়ার পাশাপাশি সমাজের অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে বলেছেন যে যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তারা যেন ঘরে বসে না থেকে সংসারের হাল ধরতে বাইরে বেরিয়ে আসে। মহিলারাও সব কাজ করতে পারে। তারা পিছিয়ে নেই।