Jio

Jio: আবার বিনামূল্যে মিলবে ইন্টারনেট, আনলিমিটেড কলিং! বড় ঘোষনা Jio-র, ঘুম উড়ল Airtel,Vi-এর

নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে একে অপরের সঙ্গে জোর টক্কর চলে। আর জিওর(Jio) নিত্যনতুন অফারের কাছে কার্যত কুপোকাত হয়ে যায় ভিআই(VI), এয়ারটেল(Airtel) এবং বিএসএনএল(BSNL)। নতুন বছরের শুরুতেই ফের ধামাকাদার অফার এনেছে রিলায়েন্স জিও। এই পরিষেবা শুনে মাথায় হাত পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর।

এই মুহূর্তে ইলন মাস্ক ভারতে এন্ট্রি নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ভারতের বাজারে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা আনার জন্য একদম আটঘাট বেঁধে তৈরি হয়েছেন তিনি। আর এই খবরই রাতের ঘুম উড়ে গিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর। আর জিও তাই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিত্যনতুন অফার নিয়ে আসছে। এটাও জানা গিয়েছে, মুকেশ আম্বানির জিও অব্দি এখন স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করেছে।

এছাড়া এমন কিছু প্ল্যান নিয়ে আসা হচ্ছে যেখানে বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং-এর সুবিধা দেওয়া হবে। চলুন তাহলে এই নতুন অফার সম্পর্কে জেনে নেওয়া যাক। জিও সম্প্রতি একটি ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে যেখানে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। এখানে আপনি মাত্র একটি সিমের জন্য টাকা দিলেই একসঙ্গে তিনটি অ্যাড-অন সিম পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ৯৯৬ টাকা। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে প্রত্যেক মাসে মাত্র ২৪৯ টাকা দিতে হবে। আর এই প্ল্যানে আপনি ১১৫ জিবি ৫জি ডেটা পেয়ে যাবেন। সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং এবং এর সাথে রয়েছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম-এর সুবিধা।

Jio

আরও পড়ুন: Airtel: রিচার্জ করুন ফ্রিতে! নতুন বছরে নতুন অফার Airtel-র, চিন্তায় ঘুম উড়ল Jio-র

এছাড়া ৮৯৭ টাকার একটি ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে জিও। এখানেই গ্রাহকেরা ১১০ জিবি ডাটা পেয়ে যাবেন। এক্ষেত্রে গ্রাহককে প্রত্যেক মাসে একটি সিমের জন্য দিতে হবে ২৯৯ টাকা। এখানেও আপনি তিনটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড কলিং এবং ৫জি ডেটা পেয়ে যাবেন।

Jio

এছাড়া জিও আরেকটি প্ল্যান লঞ্চ করেছে যেটির মূল্য ৭৯৮ টাকা। এক্ষেত্রে গ্রাহকেরা মোট ২ টো সিম ব্যবহার করতে পারবেন। এই ফ্যামিলি প্ল্যানে ১০৫ জিবি ডাটা দেওয়া হবে। এখানেও আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়েছে। অর্থাৎ এখানে একটি নম্বরের জন্য আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে ৩৯৯ টাকা মত।

Papiya Paul

X