Airtel

Papiya Paul

Airtel: রিচার্জ করুন ফ্রিতে! নতুন বছরে নতুন অফার Airtel-র, চিন্তায় ঘুম উড়ল Jio-র

নিউজশর্ট ডেস্কঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে এয়ারটেলকে(Airtel) মনে করা হয়। ভারতে এখন টেলিকম ইন্ডাস্ট্রিতে মাত্র চারটি সংস্থা ব্যবসা চালাচ্ছে যার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে জিও(Jio)। এরপরে রয়েছে এয়ারটেল, ভোডাফোন- আইডিয়া(VI) এবং বিএসএনএল(BSNL)। তবে এদের মধ্যে থেকে জিও গ্রাহকদের আকৃষ্ট করতে নিত্যনতুন অফার নিয়ে আসে। আর এই অফার এবং সুযোগ সুবিধার জন্য জিওর প্রতি মানুষ সবথেকে বেশি ভরসা করে।

   

তবে এয়ারটেলও এখন গ্রাহক পরিষেবার ক্ষেত্রে উন্নত হচ্ছে। এখন নতুন নতুন অফার নিয়ে গ্রাহক সংখ্যা অনেক বাড়িয়ে ফেলেছে এয়ারটেল। বলতে গেলে মুকেশ আম্বানির জিওর সঙ্গে জোর টক্কর দিচ্ছে এই সংস্থা। এবার এয়ারটেল এমন একটি অফার নিয়ে এসেছে যাতে মাথায় হাত পড়েছে জিওর।

এয়ারটেল এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আগে রিচার্জ এবং পরে শোধ করার ব্যবস্থা। হঠাৎ করে যদি কোন গ্রাহকের মোবাইল ডেটা শেষ হয়ে যায় এবং তৎক্ষণাৎ ডেটার প্রয়োজন হয়, এই সমস্ত ক্ষেত্রে গ্রাহকেরা এই বিশেষ সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের কি করতে হবে? এক্ষেত্রে গ্রাহকদের কেবলমাত্র #567*3# USSD ডায়াল করলেই হবে। এছাড়া  গ্রাহকরা CLI লিখে 56321 নম্বরে এসএমএস পাঠিয়ে দিলেই সুবিধা গ্রহণ করতে পারেন।

Airtel

আরও পড়ুন: Post Office: পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলেই বাজিমাত, মাসে ৬০০০ দিলেই পাবেন ১০ লাখ টাকা!

এই পদ্ধতিতে গ্রাহকদের ১ জিবি ডেটা লোন হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে লোনের টাকা মেটানোর জন্য বাড়তি কোন টাকা দিতে হবে না। গ্রাহকেরা যখন পরবর্তী কোন ডেটা রিচার্জ করবেন। তখন সেখান থেকেই আগের ধার নেওয়া এক জিবি ডেটা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে গ্রাহকরা লোন শোধ করার জন্য ১৯, ২৯, ৪৯, ৫৮, ৬৫, ৯৮, ১৪৮, ১৪৯ এবং ৩০১ টাকার মধ্যে যেকোনো একটি প্ল্যান রিচার্জ করতে পারেন।

তবে এই সুবিধার পাশাপাশি গ্রাহকেরা Airtel Thanks অ্যাপ-এর থেকেও বা অন্য যেকোনো অ্যাপের মাধ্যমে বা রিটেল শপ থেকে রিচার্জ করে লোন নেওয়া ডেটা শোধ করে দিতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের নম্বরে নির্দিষ্ট একটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান অবশ্যই থাকতে হবে। ইতিমধ্যে এই নতুন পরিষেবা এয়ারটেল কয়েকটি সার্কেলে চালু করে দিয়েছে। জানা যাচ্ছে, অন্যান্য সমস্ত সার্কেলেও খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু হয়ে যাবে।