নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL)। Vi, Airtel, Jio-র সঙ্গে টক্করে একের পর এক প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। আর এবার গ্রাহকদের জন্য নতুন একটি ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে এসেছে বিএসএনএল।
এই প্ল্যানে গ্রাহকেরা ১৩ মাসের ব্রডব্যান্ড পরিষেবা পেয়ে যাবেন। যে সমস্ত গ্রাহকরা কম খরচের মধ্যে একটি দীর্ঘমেয়াদী ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানটি ভীষণ উপযোগী। চলুন তাহলে এই প্লানে কি কি পাওয়া যাচ্ছে? তা একবার জেনে নেওয়া যাক।
এই প্ল্যানের ভ্যালিডিটি ১২ মাস হলেও গ্রাহকদের জন্য অতিরিক্ত একমাস বিনামূল্যে পরিষেবা অফার করা হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেক মাসে ১০ এমবিপিএস স্পিডে ১০ জিবি করে ডাটা পাওয়া যাবে। এই ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড ১ এমবিপিএস-এ নেমে আসবে। এই প্ল্যানের সঙ্গে একটি ফ্রী ফিক্সড লাইন ভয়েজ কলিং কানেকশনও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: BSNL: মাত্র ১৯৭ টাকার রিচার্জে চলবে ৭০ দিন! Jio, Airtel-এর চিন্তা বাড়িয়ে দিল এই সংস্থা
তবে মনে রাখতে হবে এই প্ল্যান শুধুমাত্র সেই সব গ্রাহকদের দেওয়া হবে যারা একটি সিঙ্গেল ডিভাইস বা সর্বোচ্চ দুই থেকে তিনটি ডিভাইস ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত করতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্ল্যান বিএসএনএলের পুরনো গ্রাহকদের জন্য নয়, এটি কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ। তবে যদি কোন গ্রাহক তার পুরনো প্ল্যানটি বন্ধ করে বিএসএনএল-এর নতুন প্ল্যানটি নিতে চান তাহলে অনুরোধ করতে পারেন।
এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহককে খরচ করতে হবে মোট ২৯৮৮ টাকা। এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত যারা বেসিক ইন্টারনেট ব্রাউজিং-এর সুবিধা পেতেছেন। অতিরিক্ত কিছু ডাউনলোড করার ক্ষেত্রে গ্রাহকেরা অন্য প্ল্যানগুলো একবার দেখতে পারেন।