BSNL

Papiya Paul

BSNL: মাত্র ১৯৭ টাকার রিচার্জে চলবে ৭০ দিন! Jio, Airtel-এর চিন্তা বাড়িয়ে দিল এই সংস্থা

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও(Jio)। যেদিন থেকে এই সংস্থার উৎপত্তি হয়েছে তারপর থেকেই অন্যান্য টেলিকম সংস্থাগুলোর অবস্থা দিন দিন অবনতির দিকে এগিয়েছে। বিগত কয়েক বছরের মধ্যেই ৮ থেকে ৯ টি টেলিকম সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। আর এখন জিওর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ভোডাফোন-আইডিয়া(VI), এয়ারটেল(AIRTEL) এবং বিএসএনএল(BSNL)।

   

আর বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ার ফলে টেলিকম সংস্থাগুলো ধীরে ধীরে নিজেদের মধ্যে একচেটিয়া মনোভাব তৈরি করে। আর এই মুহূর্তে জিও এবং এয়ারটেল এই একচেটিয়া মনোভাবের জন্য বহু রিচার্জ প্ল্যানের দাম ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করেছে। আর ক্রমাগত এই দাম বাড়ার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। আর এবার এই দুই টেলিকম সংস্থাকে টক্কর দেওয়ার জন্য নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL।

বিগত কিছু মাস ধরেই এই টেলিকম সংস্থা গ্রাহকদের নিত্যনতুন পরিষেবা দেওয়ার জন্য উন্নত থেকে উন্নততর রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। আর এবার ১৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকেরা ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। আর অন্যান্য টেলিকম সংস্থাগুলোর ক্ষেত্রে মাত্র ২৮ দিনের ভ্যালিডিটির প্ল্যানের ক্ষেত্রে প্রায় ২০০ টাকার কাছাকাছি খরচ করতে হয়। সেখানে বিএসএনএল ৭০ দিনের ভ্যালিডিটি দিয়ে ১৯৭ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

BSNL

আরও পড়ুন: Hero E Bike: মাত্র ১৫ টাকায় পৌঁছে যাবেন দীঘা! দুর্দান্ত ফিচার্স সহ সস্তার ইলেকট্রিক বাইক আনল Hero

শুধুমাত্র এইটুকু সুবিধা নয়। এই প্ল্যানে এটা ছাড়াও আরো একগুচ্ছ অফার রয়েছে। চলুন তাহলে দেখে আবার যাক ১৯৭ টাকার এই প্ল্যানে আর কি কি সুবিধা দিচ্ছে টেলিকম সংস্থা। এই ১৯৭ টাকা রিচার্জ প্লানে গ্রাহকেরা প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা পাবেন। এর সাথে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়েছে। এর সাথে আবার প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস পাবেন। আর ২ জিবি ডেটা শেষ হয়ে যাবার পর ৪০ kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এই সুবিধা রয়েছে প্রথম ১৫ দিনের জন্য। আর প্রথম ১৫ দিনে এইসব অফার শেষ হয়ে যাবার পরে গ্রাহকরা লোকাল কলের জন্য খরচ করতে হবে প্রত্যেক মিনিটে এক টাকা এবং এসটিডি কলের জন্য খরচ হবে প্রতি মিনিটে ১.৩ টাকা। আর ভিডিও কলের জন্য প্রত্যেক মিনিটে খরচ হবে ২ টাকা। এসএমএস চার্জ হিসাবে লোকালের ক্ষেত্রে নেওয়া হবে ৮০ পয়সা এবং ন্যাশনালের ক্ষেত্রে নেওয়া হবে ১.২০ টাকা। আর ইন্টারন্যাশনাল এসএমএস-এর জন্য প্রত্যেক এসএমএস প্রতি ৫ টাকা এবং ইন্টারনেট খরচ হলে প্রত্যেক এমবির জন্য ২৫ পয়সা করে নেওয়া হবে।