টাকা ডবল,Money Double,২৫ দিন,25 Days,Multibagger Stocks,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Money Double: ২৫ দিনেই টাকা ডবল! এই ছয় মাল্টিব্যাগারে টাকা ইনভেস্ট করেই রাতারাতি কোটিপতি

নিউজ শর্ট ডেস্ক: মাত্র ২৫ দিনে টাকা হবে ডবল (Money Double)! শুনতে অবাক লাগলেও সম্প্রতি সত্যিই ঘটেছে এমন ঘটনা। সম্প্রতি শেয়ার বাজারের ৬টি স্টকে ইনভেস্ট করেই বিরাট লাভ করেছেন বেশ কয়েকজন বিনোয়োগকারী। এই স্টকগুলির প্রতিটিই হল স্মলক্যাপ। এমনকি  ১৪৪ শতাংশ পর্যন্ত রিটার্নও পেয়েছেন অনেক ইনভেস্টাররা।

ন্যূনতম ৫০০ কোটি টাকার বাজারগত মূলধন রয়েছে, এমন ছ’টি সংস্থার শেয়ার ২৫ সেশনেই টাকা ডবল করেছে। জানা যাচ্ছে গত বছরের ৩০ নভেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ২৫ টি ট্রেডিং সেশনে ভিএল ই-গভর্ন্যান্স অ্যান্ড আইটি সলিউশনস, ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার, আর্টেমিস ইলেকট্রিক্যালস অ্যান্ড প্রোজেক্টস, আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস, এসার শিপিং এবং পিসি জুয়েলারের শেয়ার বিনিয়োগকারীদের ন্যূনতম ১০০ শতাংশ রিটার্ন প্রদান করেছে।

VL ই-গভর্ন্যান্স এবং আইটি সলিউশনের

এই কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ২৫ দিনে ১৪৪ শতাংশ রিটার্ন দিয়েছে। এলআইসির কাছে এই স্মলক্যাপ কোম্পানির ৬ শতাংশেরও বেশি শেয়ার  রয়েছে। মাত্র কয়েক মাস আগেই এই কোম্পানিটি মূল কোম্পানি Vakrangee Ltd থেকে পৃথক হয়েছে। কোম্পানিটি বর্তমানে সেমিকন্ডাক্টরের ডিজাইনিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসার দিকেই মন দিয়েছে।

টাকা ডবল,Money Double,২৫ দিন,25 Days,Multibagger Stocks,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার

এই স্মলক্যাপ কোম্পানিটি এই সময়ের মধ্যেই  প্রায় ১৪০ শতাংশ রিটার্ন  দিয়েছে। প্রসঙ্গত গত এক বছরে তিন বার এই পরিমাণ টাকা রিটার্ন দিয়েছে এই সংস্থা। ডিসেম্বর মাসে  মুকুল মহাবীর আগরওয়াল নামের এক বিনিয়োগকারী মুম্বাই কেন্দ্রিক এই কোম্পানির ৩৪ লক্ষ শেয়ার কিনেছিলেন। বর্তমানে তিনি ওরিয়েন্টাল রেলের ৫.১২ শতাংশ স্টেকহোল্ডার। এই কোম্পানিটি রেলের আসন-সহ শৌচাগারের দরজার মতো বিভিন্ন জিনিস বিক্রি করে।

আরও পড়ুন: মালদ্বীপ অতীত! হু হু করে ভিড় বাড়ছে লাক্ষাদ্বীপে, এখনই জানুন অনুমতি পাওয়ার আবেদন পদ্ধতি 

আর্টেমিস ইলেকট্রিক্যালস অ্যান্ড প্রজেক্টস

এই সংস্থাটি এলইডি আলো এবং সংশ্লিষ্ট পণ্য তৈরি করে। এই কোম্পানির স্টকে বিনিয়োগকারীরা ২৫ দিনে ১২৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।

টাকা ডবল,Money Double,২৫ দিন,25 Days,Multibagger Stocks,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস

২০২২ সালের নভেম্বরে আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেসের শেয়ার ৬০.৫০ টাকায় তালিকাভুক্ত হয়েছিল। সংস্থাটির শেয়ারের ইস্যুর মূল্য ছিল ৬৫ টাকা। অর্থাৎ ইস্যু মূল্যের তুলনায় ৭ শতাংশ ছাড়ে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। কিন্তু ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার বৃদ্ধি পেয়েছ। গত এক বছরে এই কোম্পানির শেয়ার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নির্ধারিত ২৫ দিনের সময়ে ১১০ শতাংশ রিটার্ন  দিয়েছে ।

টাকা ডবল,Money Double,২৫ দিন,25 Days,Multibagger Stocks,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এসসার শিপিং
এটি সবচেয়ে ছোট কোম্পানি।যার  বাজারগত মূল্য মাত্র ৭০০ কোটি টাকা। কিন্তু এই শেয়ারটিও দ্বিগুণের বেশি রিটার্ন দিয়েছে। জানা গিয়েছে, গত ২৫ সেশনে স্টকটি ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পিসি জুয়েলার

দিল্লি কেন্দ্রিক এই সংস্থাটি বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করেছে। ২৫টি ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের অর্থ ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Avatar

anita

X