Lakhadweep

Lakshadweep: মালদ্বীপ অতীত! হু হু করে ভিড় বাড়ছে লাক্ষাদ্বীপে, এখনই জানুন অনুমতি পাওয়ার আবেদন পদ্ধতি 

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় পর্যটকদের (Indian Tourist) কাছে রাতারাতি পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ (Lakshadweep)। তাই মালদ্বীপ (Maldives) ছেড়ে হু হু করে এখন ভারতীয় পর্যটকরা ছুটছে লাক্ষাদ্বীপের দিকেই। কিন্তু হুট করে লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা কেন এত বৃদ্ধি পেল আশা করি এতক্ষণে তা কমবেশি জেনে গিয়েছেন  সকলেই।

আসলে ঘটনা সূত্রপাত হয় এক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়া লাক্ষাদ্বীপ ভ্রমণের কিছু ছবি ভারতীয় পর্যটকদেরও লাক্ষাদ্বীপ ভ্রমণের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে সুর ছড়িয়ে আক্রমণাত্মক ভাষায় নানা ধরনের আপত্তিকর মন্তব্য করতে শুরু করে ছিল মালদ্বীপের একাধিক নেতা-মন্ত্রীরা।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ের  পাশাপাশি মালদ্বীপ সফর বাতিল করে  হিড়িক পড়েছে লাক্ষাদ্বীপ ভ্রমণের। কিন্তু দেশের মধ্যে হলেও ভারতীয় এই সমুদ্র সৈকত ভ্রমণের জন্য কিন্তু প্রয়োজন হয় বিশেষ অনুমতিপত্রের (Permit)। কিন্তু কিভাবে মেলে সেই অনুমতি পত্র? তা জানতেই এখন সবাই হুমড়ি খেয়ে পড়ছেন সার্চ ইঞ্জিনে।

লাক্ষাদ্বীপ,Lakshadweep,অনুমতিপত্র,Permit,ভ্রমণ,Travel,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,মালদ্বীপ,Maldives

ছোট ছোট মোট ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ। তার মধ্যে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় মিনিকয়, কাভারত্তি, আগাত্তি, বনগরম, কদমতের মতো দ্বীপগুলি। সব লাক্ষাদ্বীপের সব দ্বীপে যাওয়া যায়না। সরকারি আইন অনুযায়ী, এই দ্বীপগুলিতে বেড়াতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়।

আরও পড়ুন: সাবধান! অচেনা নম্বরের কল রিসিভ করলেই বিপদ, সতর্ক করল TRAI

সেই অনুমতি পেতে গেলে লাক্ষাদ্বীপ যাওয়ার অন্তত একমাস আগে lakshadweeptourism.com/contact.html-এ আবেদন জানাতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, লাক্ষাদ্বীপ যাওয়ার কারণ, বেড়ানোর তারিখ আর কোন কোন দ্বীপে ঘুরতে বা থাকতে চান সমস্ত তথ্য দিতে হবে।  আবেদনপত্র জমা করার সময় নিজের পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে।

লাক্ষাদ্বীপ,Lakshadweep,অনুমতিপত্র,Permit,ভ্রমণ,Travel,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,মালদ্বীপ,Maldives

আবেদন জানানোর ৭ দিনের মধ্যেই অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই অনুমতিপত্রটি ৩০ দিনের জন্য় কার্যকর থাকে। তাই এই সময়ের মধ্যেই  লাক্ষাদ্বীপ ঘুরে আসতে হবে। তবে সরকারি কর্মচারী বা সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবার সদস্যদের অনুমতিপত্রের প্রয়োজন হয় না। জাহাজ কিংবা প্লেনে চড়ে লাক্ষাদ্বীপ যাওয়া যায়। লাক্ষাদ্বীপ ভ্রমণের  আলাদা আলাদা ট্যুর প্যাকেজ রয়েছে। যা মোটামুটি শুরু হয় ৩০-৪০ হাজার টাকা থেকে।

লাক্ষাদ্বীপকে ঢেলে সাজাতে  ইতিমধ্যেই অত্যাধুনিক রিসর্ট বানানোর আগ্রহ প্রকাশ করেছে টাটাগোষ্ঠী।অন্যদিকে মিনিকয়ে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। মালদ্বীপকে টেক্কা দিতে  বিমানবন্দর ছাড়াও তৈরি হতে পারে ওয়াটার ভিলাও।

Avatar

anita

X