নিউজ শর্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের ঘরে ফিরেছেন রামলালা (Ramlala)। ২২ জানুয়ারি পবিত্র অযোধ্যা (Ayodhya) ভূমিতে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন দিনটা তাই নিঃসন্দেহে প্রতিটি ভারতীয়র কাছে ছিল স্মরণীয় দিন। এই বিশেষ দিনে রাম মন্দিরের গর্ভ গৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম নামে মুখরিত, গোটা দেশজুড়ে ছিল উৎসবের মেজাজ।
এই বিশেষ দিনে মন্দির চত্বরে ঢল নেমেছিল অসংখ্য ভক্তদের। দেশজুড়ে রাম ভক্তি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই দেশের বাইরে বিদেশ থেকেও রামলালার জন্য পাঠানো হয়েছে বহু মূল্যবান উপহার। এই রাম মন্দির উদ্বোধনের দিনটিকে রাম দিওয়ালি হিসাবে পালন করে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছেন অসংখ্য মানুষ।
মন্দির উদ্বোধনের আগে থেকেই আম্বানিদের বাড়ি অ্যান্টেলিয়ার আলোকসজ্জা তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশ বাসীকে। আম্বানিদের বাড়ির দেওয়াল জুড়ে আলোয় মালায় লেখা হয়েছিল রামের নাম। মন্দির উদ্বোধনের দিন রামমন্দিরে সপরিবারে হাজির হয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কিন্তু সকলেই জানতে চাইছেন রামলালার দর্শনে কি উপহার নিয়ে গেলেন দেশের এই ধ্বনিতম ব্যক্তি এবং তার পরিবার?
সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মন্দিরে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং তাঁদের মেয়ে ইশা অম্বানী, জামাই আনন্দ পীরামল, দুই পুত্র আকাশ ও অনন্ত সহ পুত্রবধূ শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট। জানা যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানীও তাঁর পরিবারের পক্ষ থেকে রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হয়েছে ২ কোটি ৫১ লক্ষ টাকা।
আরও পড়ুন: পৃথিবীর বয়সের অর্ধেক! রামলালার এই মূর্তির বয়স জানলে চোখ কপালে উঠবে আপনারও
মন্দির উদ্বোধনের আগেই মুকেশ অম্বানী বলেছিলেন,’রাম আসছে। এই দিনটা গোটা দেশ জুড়ে রাম দীপাবলি হিসেবে পালিত হবে’। আর তাঁর ছেলে আকাশ অম্বানী মন্দিরে গিয়ে বলেন, ‘এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা এখানে আসতে পেরে খুশি।’