Travel

Travel: অপূর্ব সমুদ্র সৈকত সঙ্গে পরিযায়ী পাখিদের ভিড়, এবার অল্প খরচে ঘুরে আসুন এই অজানা দ্বীপে

নিউজশর্ট ডেস্কঃ ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে পুরীর(Puri) জনপ্রিয়তা প্রচুর। সমুদ্র দেখার ইচ্ছে হলেই বহু বাঙালি এই পাশের রাজ্যে ঘুরতে বেরিয়ে পড়েন। বাংলার সঙ্গে উড়িষ্যার(Odisha) বরাবরই এক আলাদা টান রয়েছে। পুরী অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আর পুরী এলে পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণী, সমুদ্র সৈকত, শিল্প কার্য সমস্ত কিছুই দেখার সুযোগ হয়ে যায়।

এখানে জগন্নাথ দেবের টানেও বহু মানুষ বারেবারে পুরী আসেন। তবে শুধুমাত্র পুরী নয়, এখানের গোপালপুর, দারিংবাড়িও বেশ জনপ্রিয়। এই জায়গাগুলো ছাড়াও উড়িষ্যতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে নেবে আপনার। আজকের এই প্রতিবেদনে পুরীর একটি নতুন অফবিট লোকেশনের(Offbeat Location) সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে জায়গায় একবার গেলে বারবার ঘুরতে যেতে মন চাইবে আপনার।

এই জায়গাটি হল চিলকা হ্রদের কাছে একটি ছোট্ট দ্বীপ। এই ছোট্ট দ্বীপটির নাম হল রম্ভা(Rambha Island)। কলকাতার কাছের এই দ্বীপে একবার গেলে সৌন্দর্য দেখে বিভোর হয়ে যাবেন আপনি। এই দ্বীপের সৌন্দর্য দেখলে আপনার মনে হবে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গে এসে পড়েছেন।

আরও পড়ুন: Puri: ট্রেনের টিকিট না পেলেও চিন্তা নেই, এবার এই বিকল্প পথেই পৌঁছে যাবেন পুরী! খরচও সামান্য

যদিও চিলকা হ্রদের কাছে রম্ভা ছাড়াও আরো বেশ কিছু দীপ রয়েছে। যেগুলি হল হানিমুন দ্বীপ, ব্রেকফাস্ট দ্বীপ, কালিঘাই দ্বীপ, বার্ডস আইল্যান্ড ইত্যাদি। শীতের সময় এখানে প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে। আর এই সময় এত পরিযায়ী পাখি দেখার জন্যই পর্যটকরা এখানে আসেন।

এছাড়া এখানে এলে আপনি বিমলা দেবী মন্দির, নারায়ানি ঝরনা ও দেখতে যেতে পারেন। এখানে আসতে হলে প্রথমে আপনাকে ট্রেনে করে আসতে হবে বেরহামপুরে। এরপর সেখান থেকে কোন গাড়ি ভাড়া করে চিলকা। তারপর নৌকা করে এই দ্বীপে ভ্রমণের জন্য চলে আসতে পারেন।

Papiya Paul

X