Puri

Papiya Paul

Puri: ট্রেনের টিকিট না পেলেও চিন্তা নেই, এবার এই বিকল্প পথেই পৌঁছে যাবেন পুরী! খরচও সামান্য

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির অন্যতম পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন হলো পুরী(Puri)। এমন বহু পর্যটক রয়েছে যারা প্রত্যেক বছর অন্তত একবার হলেও পুরী ভ্রমণে বেরিয়ে পড়েন। তাই সবসময় এই জায়গায় ভিড় থাকে। বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে। তবে কলকাতা থেকে বেশিরভাগ মানুষই ট্রেনে করে পুরী যাত্রা করে। সেক্ষেত্রে ট্রেনে করে পুরী যাত্রাতে যেতে সময় লাগে একরাত মত. কিন্তু ট্রেনের টিকিট পাওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার।

   

কারণ অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না। কিন্তু ঘুরতে যাওয়াও দরকার।  সেক্ষেত্রে কি করবেন পর্যটকেরা? আজকের এই প্রতিবেদনে এই সমস্যার সমাধান রইল। আপনি যদি এই সময়ে পুরী যেতে চান কিন্তু আপনার কাছে ট্রেনের টিকিট নেই। তাহলে চিন্তা করার কোন কারণ নেই। ট্রেনের টিকিট পাওয়া যায়নি তো কি হয়েছে! আপনি চলে যেতে পারবেন বাসে করে। কলকাতায় ধর্মতলা অথবা বাবুঘাট থেকে পুরী যাওয়ার জন্য প্রচুর বাস রয়েছে।

এই ভলভো এসি বাসগুলোতে আপনি আরাম করে এক রাতের মধ্যেই পুরী পৌঁছে যেতে পারবেন। আপনি যেদিন যাত্রা করবেন সেদিন যেমন টিকিট করতে পারেন। ঠিক তেমনি অনলাইনে ও সহজেই টিকিট বুক করে নিতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সংখ্যার উপর এই বাসের ভাড়া নির্ভর করছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন বাস কি রকম সার্ভিস দিচ্ছে? এছাড়া জেনে নিন এই সমস্ত বাসের ভাড়া।

আরও পড়ুন: পুরীতে ঘুরতে যাওয়ার আগে সাবধান! ভুলেও এই কাজটা করবেন না, ফাঁকা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শ্যামলী বাস সার্ভিসের একগুচ্ছ বাস পেয়ে যাবেন আপনি। এই বাস ছাড়বে সন্ধ্যা ৮.০০ নাগাদ, এটি স্লিপার বাস, এই বাসের ভাড়া  ৯৪৫ টাকা। এরপর ৮.১৫ নাগাদ বাস ছাড়বে, এটি একটি ভলভো এসি বাস এবং এই বাসের ভাড়া হবে ১৩৬৫ টাকা। এরপর বাস রয়েছে ৮.৩০ নাগাদ। ভলভো সিটার এসি বাস, এই বাসের ভাড়া নেওয়া হয় ১৩৬৫ টাকা। এরপর শেষ বাস ৮.৪৫ নাগাদ ছাড়বে। এই ভলভো সিটার বাসের ভাড়া ১৩৬৫ টাকা। এছাড়া গ্রীনল্যান্ড বাস সার্ভিসের পুরী যাওয়ার জন্য বাস ছাড়ে রাত ৯টা নাগাদ। এটি একটি ২ সিটার এসি বাস। যার ভাড়া হলো ৭৫০ টাকা। এই বাসগুলো বাবুঘাট থেকে রাত ৯টায় ছাড়ে। এই  বাসের ভাড়া হলো ৬০০ টাকা।

ডলফিন বাস সার্ভিস পুরী যাওয়ার জন্য ছাড়ে বাস সন্ধ্যা ৭.৪৫ নাগাদ। এটি নন এসি বাস। এর ভাড়া হলো ৬১৬ টাকা। এরপর রয়েছে ৮.১৪ (এসি, আসিকা পর্যন্ত) নাগাদ, এই বাসের ভাড়া ৬৭২ – ৭৮৪ টাকা। তারপর ৯.১৫ এসি লাক্সারি বাস।  এরপর ৯.৩০ স্লিপার বাস রয়েছে এবং এই বাসের ভাড়া ১১২০ টাকা। ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের  নিজস্ব বাস রয়েছে। এদের ভলভো বাস কলকাতা থেকে ছাড়ে ৯.৩৫ মিনিট নাগাদ। এই বাসের ভাড়া হলো ৬২৬ টাকা।

আরও পড়ুন: পুরীতে থাকার চিন্তা শেষ! বঙ্গনিবাস তৈরি করছেন মমতা ব্যানার্জী, ভাড়া কত জানেন?

কিভাবে বাসের টিকিট বুক করা যাবে? সরাসরি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে নিতে পারেন। এছাড়া ডলফিন বাস সার্ভিস, শ্যামলী বাস সার্ভিসের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনি চাইলে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন এবং একাধিক অনলাইন বাস বুকিং অ্যাপ থেকেও টিকিট বুকিং করতে পারেন।