Technology

Technology: এবার শুধু ৫জি নয়, ভারতে আসতে চলেছে ৬জি! ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট

নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ইতিমধ্যে ৫ জি(5G) পোর্টাল চালু করেছে। আর এবার শুধুমাত্র ৫জি নয়, ৬ জি ইন্টারনেটও খুব দ্রুত চালু হবে বলে মনে করা হচ্ছে। টেলিকম সেক্রেটারি নীরাজ মিত্তাল ৫জি পোর্টাল চালু করার পর বলেছিলেন যে এবার থেকে এই পোর্টালে কোয়ান্টাম, আইপি আর, ৫জি এবং ৬জি নেটওয়ার্ক সম্পর্কিত কাজ হবে।

তিনি জানিয়েছেন যে বিশ্বের সবচেয়ে দ্রুততম ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ভারতের ৫জি। এমনিতেই ভারতের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জায়গা দখল করে রেখেছে। তিনি ভবিষ্যতের স্টার্টআপগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সংযুক্ত করার জন্য একটি বৈঠকও শুরু করেছেন।

যে বৈঠকের নাম ‘ব্রিজিং ড্রিমস এন্ড ফান্ডিং: কানেক্টিং ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টার উইথ দ্য ফিউচার অফ স্টার্টআপ।’ মনে করা হচ্ছে এই অধিবেশনের ফলে টেলিকম সেক্টরের স্টার্টআপ গুলোর জন্য আরো ভালো বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে। এই সভাতে দশটিরও বেশি বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন। সরকার ৬জি মোবাইল নেটওয়ার্কের জন্য ইকো সিস্টেমের দিকে নজর দিচ্ছে।

আরও পড়ুন: Vi: আর অপেক্ষা নয়, ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট, এইদিন থেকে চালু হবে Vi-র ৫ জি পরিষেবা!

নীরজ মিত্তালের মতে, এটি একটি ওয়ান স্টপ সমাধান হিসেবে কাজ করবে। তিনি বলেছেন যে ভারত খুব অল্প সময়ের মধ্যে ৪জি এবং ৫ জি প্রযুক্তির বিকাশ করে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছে। ভারতে এখন এক লক্ষ স্টার্টআপ আছে যা বিশ্বের দেশগুলোর জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করার একটা বড় সুযোগ এনে দেবে।

তার মতে, সরকার টেলিকম খাতে স্টার্টআপগুলোর জন্য বিনিয়োগের সুবিধা দিয়েছে। এর কারণ হলো সরকার বিশ্বাস করে যে এই ধরনের উদ্যোগগুলো প্রযুক্তিগত অগ্রগতি এবং টেলি যোগাযোগ শিল্পের বিকাশের প্রতি ভারতের প্রতিশ্রুতির একটা বড় প্রমাণ হিসেবে কাজ করবে। ভারতের ৫জি পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি খুব শীঘ্রই ৬জি পরিষেবাও চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Avatar

Papiya Paul

X