5g 4g network

5G-4G Network: ৪জি নেটওয়ার্ককে ৫জি নেটওয়ার্কে কিভাবে বদলাবেন? উপায় জানলে সুবিধা আপনার  

নিউজ শর্ট ডেস্ক: কিছুদিন আগেই সবে মাত্র ৫জি নেটওয়ার্ক (5G Network) শুরু হয়েছে। সকলেই জানেন এখন ৫জি নেটওয়ার্ক এত ভালো স্পিড দিচ্ছে যে কোন কিছু ডাউনলোড করতেও খুবই কম সময় লাগছে। তাই এখন দেশজুড়ে এই ৫জি নেটওয়ার্ক নিয়েই চলছে ব্যাপক হুড়োহুড়ি। কিন্তু অনেকেই এমন আছেন যারা ৪জি ফোন  (4G Mobile) ব্যবহার করার কারণে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন না।

কারণ এই সমস্ত মোবাইলে শুধুমাত্র ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। হওয়ায় তারা কিন্তু এখন আর চিন্তার কারণ নেই। এবার গ্রাহকদের ৫জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য একটি বিশেষ কোডের কথা বলা হচ্ছে। যার মাধ্যমে যে কেউ এবার খুব সহজেই ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আসুন জানা যাক ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে গেলে কি কি করতে হবে?

৪জি নেটওয়ার্ককে সরাসরি ৫জি নেটওয়ার্কে কিভাবে বদলাবেন?

সকলেই জানেন আমাদের দেশে মোবাইল  কিনতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই সংস্থাগুলি ভাল পরিষেবা দেওয়ার জন্য নেটওয়ার্কগুলি উন্নত করে চলেছে। ফোরজি সাপোর্টেড ফোন ও নেটওয়ার্ক আগে থেকে থাকলেও এখন ৫জি নেটওয়ার্ক এবং  ফোন দুটোই চালু হয়ে গিয়েছে।

৫জি নেটওয়ার্ক,5G Network,৪জি ফোন,4G Mobile,৪জি নেটওয়ার্ক,4G Network,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই ৪জি ফোন থাকার কারণে বহু মানুষ ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে না। আর অনেকের হাতেই এখন ৫জি মোবাইল পাওয়ার মতো টাকাও  নেই। তবে কেউ যদি  ৪জি নেটওয়ার্ককে সরাসরি ৫জি নেটওয়ার্কে বদলাতে চান তাহলে মোবাইলটিকে প্রথমে ফ্লাইট মোডে রাখতে হবে।

আরও পড়ুন: ডেবিট কার্ড থাকলেই বিনামূল্যে পাবেন ৩ কোটি টাকা! কিভাবে পাবেন এই সুবিধা?

৫জি নেটওয়ার্ক,5G Network,৪জি ফোন,4G Mobile,৪জি নেটওয়ার্ক,4G Network,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর ডায়াল প্যাডে কোড দিতে  করাতে হবে। এরপর প্রথম অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে নোটিফিকেশন অন কবলেই ৪জি ফোনেও ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।

Avatar

anita

X