নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে একটার পর একটা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আর মহিলাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। এমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার(Government Of West Bengal)। এই প্রকল্পটির নাম লক্ষ্মীর ভান্ডার(Lakshmi Bhandar) প্রকল্প।
এক্ষেত্রে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ৫০০ থেকে ১০০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বলাই বাহুল্য, এই প্রকল্প আসার পরে মহিলাদের জীবনে বিরাট পরিবর্তন ঘটেছে। তবে এবার ৫০০ কিংবা ১০০০ টাকা নয়, মহিলাদের অ্যাকাউন্টে এবার ঢুকতে চলেছে ৯০০০ টাকা পর্যন্ত। এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ প্রকল্প আনা হয়েছে আর এই প্রকল্প পাবেন শুধুমাত্র মেয়েরা।
‘সেবা সখি প্রকল্প'(Seba Sakhi Prakalpa) নামে একটি নতুন প্রকল্প নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের বয়স্ক বা শয্যাসায়ী অন্য কোন ব্যক্তির যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে। আর এই প্রশিক্ষণের সময় টাকাও দেওয়া হবে মহিলাদের এমনটাই জানানো হয়েছে। মহিলাদের আরো বেশি কর্মসংস্থান এবং ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
আরও পড়ুন: Government: জুড়ে গেল ডুয়ার্স-শিলিগুড়ি-গজলডোবা! এবার আরও কম সময়ে পৌঁছাবেন উত্তরবঙ্গ
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক থেকে এবার ২০ থেকে ৪০ জন মহিলা নিয়োগ করবে। আর পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। এই সেবা সখি প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা যেমন কিভাবে ড্রেসিং করতে হয়, কিভাবে ব্যান্ডেজ করতে হয়, কিভাবে রক্তচাপ পরিমাপ করতে হয় সমস্ত কিছুই শেখানো হবে।
আর এক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য নিযুক্ত মহিলারা শহরাঞ্চলে নিযুক্ত হলে প্রত্যেকদিন ৩০০ টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রত্যেকদিন ২৫৫ টাকা করে পাবেন। খুব শীঘ্রই এই প্রকল্পের একটি পাইলট প্রকল্প শুরু করবে রাজ্য সরকার। এই পাইলট প্রকল্প শেষ হওয়ার পরে এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করার কথা ঘোষণা করা হবে।
বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া, আমতা এই চারটি ব্লকে পাইলট প্রকল্প পরিচালিত হবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি ব্লক থেকে ২০ জন মহিলাকে নির্বাচিত করে কলকাতার ইনস্টিটিউট অফ জেরোন্টোলজিত প্রশিক্ষণ ডেওয়া হবে। এক্ষেত্রে মহিলারা প্রত্যেক মাসে গ্রামাঞ্চলের ক্ষেত্রে ৭৬৫০ টাকা এবং শহরাঞ্চলের ক্ষেত্রে ৯০০০ টাকা করে ভাতা পাবেন। পাইলট প্রকল্প সফল হলে সেবা সখি প্রকল্পের অধীনে আরো মহিলাদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।