Free Solar Chulha

anita

Government: আর উনুনের ধোঁয়া নয়! মহিলাদের জন্য দারুন উপহার কেন্দ্রের, কিভাবে মিলবে সুবিধা?

নিউজ শর্ট ডেস্ক: এবার দেশের মা-বোনেদের জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার (Central Government)। দেশজুড়ে এবার লক্ষ লক্ষ মহিলা কেন্দ্র সরকারের চালু করা এই বিনামূল্যে সৌর চুলা ২০২৪ প্রকল্পের দ্বারা উপকৃত হতে চলেছেন। এই প্রকল্পের অধীনে, ইন্ডিয়ান অয়েল ‘ইনডোর সোলার কুকিং সিস্টেম’ (Indoor Solar Cooking System) নামে একটি ডিভাইস তৈরি করেছে সরকার।

   

এই প্রকল্পের মাধ্যমে ক্রমবর্ধমান গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির হাত থেকে নিস্তার পেতে চলেছেন দেশের মহিলারা। কারণ এই সোলার ডিভাইসটির সাহায্যে এবার থেকে বিনামূল্যে শুধুমাত্র সূর্য রশ্মি দিয়েই খাবার রান্না করা যাবে। তবে এই স্কিমের সুবিধা পেতে গেলে মানতে হবে বেশ কয়েকটি ,  সহজ নিয়ম।

কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে, একটি করে সোলার ওভেন দেওয়া হবে। যা তিন ধরনের হতে পারে।যাতে কিলোওয়াটের ভিত্তিতে বাড়ির ছাদে একটি সোলার প্লেট বসাতে হবে। এই নতুন সৌর চুলার সাহায্যে সারা দিন সূর্যের রশ্মির সাহায্যেই রান্না করা যাবে। যা পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখার পাশাপাশি  শক্তি সঞ্চয় করতেও সাহায্যকরবে।

ফ্রি,Free,সৌর ওভেন,Solar Chulha,ইনডোর সোলার কুকিং সিস্টেম,Indoor Solar Cooking System,নরেন্দ্র মোদী,Narendra Modi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সবচেয়ে মজার বিষয় হল এই ওভেনে রান্না করার জন্য কোনো গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হবে না। যা খরচ কমানোর পাশাপাশি আগুনের হাত থেকেও বাঁচাবে। এই ওভেনের সাথেই একটি ব্যাটারি দেওয়া হবে যা সূর্য রশ্মির শক্তি সঞ্চয় করবে। তাই মেঘলা দিনে কিংবা রাতেও রান্না করা যাবে। এই সৌর ওভেনের সুবিধা নেওয়ার জন্য শুধু একটি তার ইনস্টল করতে হবে, যা বাড়ির ছাদে সোলার প্লেটের সাথে যুক্ত থাকবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে ৫৫% থাকলেই বিমানসেবিকা হওয়ার সুযোগ! ১ মাসের মাইনে কত জানেন?

তবে এক্ষেত্রে কোনো জটিল তার ইনস্টলেশনের প্রয়োজন নেই। এই সোলার স্টোভ ১০ বছরের জন্য কাজ করবে। তারপরে  এটি আপডেট করতে হবে।  এই সোলার স্টোভ  নতুন প্রযুক্তির সুবিধা নিতে সাহায্য করবে। তবে  এই স্কিমের সুবিধা পেতে,বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে -প্রথমে ভারত সরকারের অফিসিয়াল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে,এই ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে Free Solar Chulha লিখে সার্চ করতে হবে।

ফ্রি,Free,সৌর ওভেন,Solar Chulha,ইনডোর সোলার কুকিং সিস্টেম,Indoor Solar Cooking System,নরেন্দ্র মোদী,Narendra Modi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেখান থেকে যেতে হবে ইনডোর সোলার কুকিং সিস্টেম পেজে। এখানেই  এর  সুবিধা, প্রকারভেদ সহ  অন্যান্য তথ্য পাওয়া যাবে। এর পরে ক্লিক করতে হবে  বুকিং অপশনে। এখান থেকেই সমস্ত তথ্য এবং বিবরণ দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে ফর্ম ফিল আপ করার পর তা জমা দিলেই রেজিট্রেশনের কাজ সম্পন্ন হবে।