Smartphone

Smartphone: মাত্র ২৫ মিনিটেই ফুল চার্জ, 200MP ক্যামেরার জবরদস্ত 5G ফোন আনলো Vivo!

নিউজশর্ট ডেস্কঃ Vivo সম্প্রতি একটি 5g ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটির নাম হল Vivo V26 Pro 5G। এই ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। যা খুব সহজেই মন জিতে নেবে সকলের। এই ফোনে গ্রাহকদের জন্য একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর কি কি ফিচার্স রয়েছে চলুন একবার জেনে নেওয়া যাক।

এই ফোনের কি কি ফিচার্স আছে?

ডিসপ্লে: এই ফোনের স্ক্রীন সাইজ 6.7, স্ক্রীন রিফ্রেশ রেট 120 Hz এবং স্ক্রীন রেজোলিউশন 1080×2400 পিক্সেলের ঘনত্ব 393 PPI।

স্টোরেজ: 256GB এবং 512GB-এর 2 স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে 12GB শক্তিশালী RAM পাওয়া যাবে।

অপারেটিং সিস্টেম: এই কোম্পানিটি Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এই 5G ফোন তৈরি করেছে এবং সেরা পারফরম্যান্সের জন্য একটি অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনশন প্রসেসর রয়েছে।

আরও পড়ুন: Smartphone: দামে কম, মানে ভালো, 50MP ক্যামেরা সঙ্গে দুর্দান্ত ব্যাটারি, বাজারে এলো নয়া 5G ফোন

ক্যামেরা: এই ফোনে আপনি 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাবেন। এছাড়াও ভিডিও কলিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের হবে।

অন্যান্য: এই ফোনটিতে রয়েছে 100 ওয়াট ফাস্ট চার্জার যা মাত্র 25 মিনিটে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করে। একটি 4800 mAh ব্যাটারিও রয়েছে।

এই ফোনটি এখনও ভারতীয় মোবাইল বাজারে লঞ্চ করা হয়নি। তবে জানা গিয়েছে, এই ফোনের দাম 40 হাজার টাকার মধ্যে হতে পারে।

Papiya Paul

X