নিউজ শর্ট ডেস্ক: গত মাসেই অর্থাৎ ২২ জানুয়ারিতেই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যায় (Ayodhya) ধুমধাম করে রাম মন্দিরের (Ram Mandir) প্রতিষ্ঠা করা হয়েছে। সেই থেকেই ভুরি ভুরি অনুদান আসছে বালক রামলালার জন্য। জানলে অবাক হবেন এই অল্প কয়েকদিনেই রাম মন্দিরে এত অনুদান আসছে যে হাতে গুনেও শেষ করা যাচ্ছে না সেই টাকা ।
তাই এবার সেই টাকা গোনার জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (State Bank Of India) শরণাপন্ন হয়েছে অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট। এপ্রসঙ্গে রাম মন্দির ট্রাস্টের আধিকারিক প্রকাশ গুপ্তা জানিয়েছেন, ইতিমধ্যেই মন্দিরে চত্বরে চারটি স্বয়ংক্রিয় টাকা গোনার মেশিন বসিয়ে দিয়েছে এসবিআই (SBI)।
কিন্তু প্রশ্ন হল কত টাকার অনুদান পেল রামমন্দির? জানা যাচ্ছে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার পর এক মাসে প্রায় ২৫ কোটি টাকার অনুদান পেয়েছে অযোধ্যার রাম মন্দির! জানা যাচ্ছে এর মধ্যে ২৫ কেজি সোনা ও রুপোর অলঙ্কার, চেক, ড্রাফ্ট এবং নগদ টাকা রয়েছে। এছাড়াও, ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করেছেন অনেকে।
যদিও সেই টাকা এখনও গোনা হয়নি। এছাড়াও জানা যাচ্ছে রামভক্তরা ভক্তিভরে রামলালার জন্য রুপো ও সোনার তৈরি এমন কিছু জিনিসপত্রও দান করেছেন যা হয়তো শ্রীরাম জন্মভূমি মন্দিরে ব্যবহার করা যাবে না। তবে, ভক্তদের ভক্তির কথা বিবেচনা করে, মন্দির সোনা-রুপোর তৈরি এই জিনিসগুলি গ্রহণ করছে এবং ব্যাঙ্কে জমা করছে। মনে করা হচ্ছে পরবর্তীকালে, এগুলি বিক্রি করে নগদে পরিণত করা হবে।
আরও পড়ুন: কসৌল-মানালী তো সব্বাই যান! এবার ঘুরে আসুন হিমাচল প্রদেশের এই মনোরম জায়গায়
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রাম নবমীর সময় অযোধ্যায় প্রায় ৫০ লক্ষ ভক্ত উপস্থিত হবেন। সেই সময় অনুদান আরো বাড়বে। রসিদ দেওয়ার জন্য ট্রাস্ট ১২টি কম্পিউটারাইজড কাউন্টার-ও তৈরি করা হয়েছে। এছাড়াও মন্দিরে রয়েছে অতিরিক্ত দানবাক্স। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, শিগগিরই রাম মন্দির চত্বরে একটি বড় এবং সুসজ্জিত গণনা কক্ষ তৈরি করা হবে।
তবে, জানা যাচ্ছে সোনা, রুপো ও অন্যান্য মূল্যবান সামগ্রী রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য রামমন্দির ট্রাস্ট এসবিআইয়ের সঙ্গে অনুদানের বিষয়ে ইতিমধ্যে একটি মউ স্বাক্ষরও করেছে।