Jio

Jio: ২ বছর লাগবে না রিচার্জ! স্টারলিঙ্কের এক চালে ব্যাকফুটে Jio-Vi-Airtel

নিউজ শর্ট ডেস্ক: ভারতের টেলিকম মার্কেট কাঁপাতে এবার টেলিকম মার্কেটে জিও-র (Jio) দেখানো পথ অনুসরণ করলো স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet)। একটা সময় এয়ারটেলকে (Airtel) কড়া টক্কর দিতে ফ্রি ডেটা এবং কলিং পরিষেবা নিয়ে এসেছিল জিও। এবার তেমনই দুর্দান্ত পরিষেবা দেওয়ার খবর ঘোষণা করলেন এলন মাস্ক (Elon Mask)। গ্রাহক টানতেই এখন বিনামূল্যে আনলিমিটেড অডিও, ভিডিয়ো কলিং এর সুবিধা দিচ্ছে Starlink

জানা যাচ্ছে কোনো রকম রিচার্জ ছাড়াই ভারতীয় ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন। মাস্কের এমন ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে হইচই। এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হলো জিও। জিও বরাবরই তার গ্রাহকদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে আসে।

দেশজুড়ে টেলিকম সেক্টরে নিজেদের থাবা বসাতেই বিনামূল্যে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা নিয়ে এসেছিল জিও। আর জিও’র সেই এক চালেই ব্যাকফুটে চলে অন্যান্য সমস্ত টেলিকম অপারেটররা। সেসময় সারা দেশে ব্যাপক ভাবে  সফল হয়েছিল জিও’র এই পরিকল্পনা।

জিও,Jio,স্টারলিংক ইন্টারনেট,Starlink Internet,এয়ারটেল,Airtel,এলন মাস্ক,Elon Mask,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এবার জিও’র দেখানো সেই পথ অনুসরণ করেই নতুন ছক কষছে Starlink Internet। এবার সেই আনলিমিটেড অডিও ভিডিয়ো কলিংয়ের সুবিধা নিয়ে এল এলন মাস্কের কোম্পানি X যার পূর্ব নাম ছিল টুইটার (Twitter)। জানা যাচ্ছে আপাতত ২ বছর  Starlink-এর কানেকশন নিলে  কোনো রিচার্জ করতে হবে না।

আরও পড়ুন: প্লাস্টিকের সিম কার্ড অতীত! এবার এই পিভিসি সিম কার্ড চালু করছে এয়ারটেল

তবে এখানে বলে রাখি এই পরিষেবাটি ২০২৩ সালে আইফোন প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য লঞ্চ করেছিল X. তবে এদিন এই পরিষেবাটি সকলেরই ব্যবহার করার অনুমতি দিয়েছেন এলন মাস্ক। তাই ব্যবহারকারীর হাতে অ্যান্ড্রয়েড থাকুক কিংবা  আইফোন এবার থেকে সবাই অডিও, ভিডিয়ো কলিংয়ের সুবিধা পাবেন।

জিও,Jio,স্টারলিংক ইন্টারনেট,Starlink Internet,এয়ারটেল,Airtel,এলন মাস্ক,Elon Mask,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আপাতত তার একটা টাকাও দিতে হবে না। চলতি বছরের  জানুয়ারিতে এলন মাস্ক জানিয়েছেন কোনও সাবস্ক্রিপশন ছাড়াই সমস্ত ব্যবহারকারীদেরই অডিও কলিং করার সুবিধা  দেওয়া হবে। এবার সেই তালিকায় জুড়ে গেল ভিডিও কলিংয়ের সুবিধাও। জানা যাচ্ছে খুব তাড়াতড়ি সমস্ত X ব্যবহারকারীরাই এই সুবিধার ফায়দা নিতে পারবেন।

X কাস্টমাররা Starlink কিভাবে অ্যাক্টিভ করবেন:

১) X এ গিয়ে প্রথমে বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে হবে,
২) এরপর সেখানে থেকে ‘Privacy and Safety’ অপশনে গিয়ে অডিও-ভিডিয়ো কলিং ফিচারটি অ্যাক্সেস করতে হবে,
৩) তারপর X এ চ্যাট অপশন থেকে কলিং ফিচারে ক্লিক করলেই অডিও-ভিডিও কলিং পরিষেবা চলে আসবে।

আরও পড়ুন: ধারেকাছে নেই Jio, Vi! একগাদা অফারের সাথে এই ধামাকা প্ল্যান আনলো Airtel

বিশেষজ্ঞদের অনুমান স্টারলিঙ্কের ব্রডব্যান্ড পরিষেবার কারণে আগামীদিনে চাপে পড়তে পারে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার। তবে একথা ঠিক কোম্পানি গুলির মধ্যে রেষারেষি চললেও আসল ফায়দা লুটতে চলেছেন গ্রাহকরাই। আর এই সিদ্ধান্তে রীতিমত চাপে ভারতের দুই জায়েন্ট টেলিকম  অপারেটর JIO ও Bharti Airtel.

Avatar

anita

X