ভারতী এয়ারটেল,Bharti Airtel,পুনর্ব্যবহৃত,Recycled,পিভিসি সিম কার্ড,PVC Sim Cards,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Airtel: প্লাস্টিকের সিম কার্ড অতীত! এবার এই পিভিসি সিম কার্ড চালু করছে এয়ারটেল

নিউজ শর্ট ডেস্ক: এবার প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে লড়াই করার জন্যই পুনর্ব্যবহৃত পিভিসি সিম কার্ড (Pvc Sim Cards) চালু করতে চলেছে ভারতী এয়ারটেল (Bharti Airtel)৷ ভার্জিন প্লাস্টিকের সিম কার্ড থেকে পুনর্ব্যবহারযোগ্য (Recycled) পিভিসি সিম কার্ডগুলিতে স্যুইচ করতেই এবার ফরাসি প্রযুক্তি সংস্থা IDEMIA– এর সাথে অংশীদারিত্ব করেছে এয়ারটেল ৷

এই এয়ারটেল হল ভারতের একমাত্র টেলিযোগাযোগ পরিষেবা যা পুনর্ব্যবহৃত প্লাস্টিকের সিম কার্ড তৈরিতে স্যুইচ করতে চলেছে। বুধবার একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে আগামী দিনে এই সংস্থার তরফে ১৬৫ টন ভার্জিন প্লাস্টিকের উৎপাদন সীমিত করার পরিকল্পনা করা হয়েছে।

এয়ারটেল এই পদক্ষেপের ফলস্বরূপ এক বছরে ৬৯০ টন কার্বন ডাই অক্সাইড (CO2) উত্পাদন হ্রাস করতে পারে৷ এপ্রসঙ্গে ভারতী এয়ারটেলের সাপ্লাই চেইন ডিরেক্টর পঙ্কজ মিগলানি জানিয়েছেন ‘একটি ব্র্যান্ড হিসাবে আমরা টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের প্রচেষ্টাকে সারিবদ্ধ করার চেষ্টা করি।

ভারতী এয়ারটেল,Bharti Airtel,পুনর্ব্যবহৃত,Recycled,পিভিসি সিম কার্ড,PVC Sim Cards,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

সেইসাথে তিনি জানিয়েছেন ‘নেট শূন্য অর্জনের জন্য ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতি জোর দেওয়া হবে। IDEMIA-এর সাথে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আমাদের অঙ্গীকারকে জোরদার করবে।’

আরও পড়ুন: শুধুই চাকরির ওপর ভরসার দিন শেষ! এই ৬ ব্যবসা করলে টাকা ফুরোবে না কোনোদিন। 

ভারতী এয়ারটেল,Bharti Airtel,পুনর্ব্যবহৃত,Recycled,পিভিসি সিম কার্ড,PVC Sim Cards,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে IDEMIA-এর তরফে বলা হয়েছে ‘এয়ারটেলের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য আমরা গর্বিত। আমরা এয়ারটেলকে অভিনন্দন জানাই কার্বন ফুটপ্রিন্ট কমাতে এবং ভারতে তাদের গ্রাহকদের সবুজ সমাধান প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য।

Avatar

anita

X