নিউজশর্ট ডেস্ক: বাংলার পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha) ও মন্দারমনি। আর পাহাড়ের কথা বললে দার্জিলিং-এর কথা প্রথমে মাথায় আসে। সারা বছরই এই জায়গাগুলোতে প্রচুর মানুষ ভিড় করে থাকে। বহু মানুষ এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে গাড়িতে ঘোরার পাশাপাশি বাইকে করে ঘুরতেও পছন্দ করেন।
তবে বাইকে করে ঘোরার এই পরিষেবাটি গোয়া এবং সিঙ্গাপুরে চালু রয়েছে। এবার এই পরিষেবা চালু হতে চলেছে দিঘা, মন্দারমনি, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এবার চালু হবে ‘রেন্ট আ বাইক’ পরিষেবা। এমন তথ্য জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী।
এদিন তিনি বলেছেন যে বেশ কিছু জায়গায় বাইক ভাড়া করে চালানোর বিষয়টি চালু রয়েছে। এবার থেকে এই রাজ্য এই ব্যবস্থা চালু করা হলো। উত্তরবঙ্গের কিছু জায়গাতে আগেই এই ব্যবস্থা ছিল তবে এবার সেটিকে আইনত করা হয়েছে। এবার থেকে যারা পর্যটন কেন্দ্রে বাইকে করে করতে চান তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তবে শুধুমাত্র এই পর্যটন কেন্দ্রগুলো নয়, এই জায়গাগুলোর পাশাপাশি কলকাতাতেও এই পরিষেবা শুরু করা হবে।
আরও পড়ুন: Digha: বদলে যাচ্ছে দীঘার লুক, এই দুর্দান্ত পরিষেবার কথা শুনে খুশিতে লাফাচ্ছেন পর্যটকেরা
পরিবহন দপ্তরের তরফ থেকে এর জন্য পারমিট দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি এটাও মনে করে দিয়েছেন যে প্রাইভেট নম্বর প্লেটে বাইক ভাড়া খাটানো কিন্তু বেআইনি কাজ। উল্লেখ্য, এর আগে বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্যিক নম্বর প্লেট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল পরিবহন দপ্তরের তরফ থেকে।
সেই মতো বাণিজ্যিক নম্বর প্লেট দেওয়ার কাজ শুরু হয়েছিল। বিগত ৬ মাস ধরে এই প্রক্রিয়া চলেছে। এর জন্য প্রত্যেকটি জেলায় শিবির তৈরি করা হয়। এর ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে আলাদাভাবে প্রশ্ন থেকে যায়। বহু যাত্রীদের কাছে বড় বড় ব্যাগ থাকে। সেই ব্যাগ নিয়ে তারা বাইকে করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন অনেকে অভিযোগ করেছেন। এর জন্য কিছু নিয়ম প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।