নিউজ শর্ট ডেস্কঃ বাংলা বিনোদন অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তার কথা নতুন করে কিছুই বলার নেই। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে বিগত বেশ কয়েক দশক ধরে অভিনয় করে চলেছেন তিনি। অসংখ্য বাংলা সিনেমার পাশাপাশি ইদানিং বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতেও অত্যন্ত পরিচিত মুখ তিনি।
দীর্ঘদিনের অভিনয় জীবনে বিভিন্ন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার সুবাদে নেহাত কম অভিজ্ঞতা নেই তাঁর। সম্প্রতি সৌরভ চক্রবর্তীর নতুন সিনেমার প্রেস রিলিজে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা শংকর চক্রবর্তী। সেখানেই নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার নিয়ে খানিক বিরক্তি প্রকাশ করে এই প্রবীণ অভিনেতা বলেন ‘উঠে গেছে সব, এখন আর সিনিয়রদের সম্মান করার বিষয় নেই। বিশেষ করে নতুন অভিনেতা -অভিনেত্রী যারা আসছেন তাদের মধ্যে নেইই। হয়তো সামনে বসে আছেন সিনিয়র অভিনেতা তার সামনে পায়ে তুলে দিচ্ছে। সামান্য সৌজন্যবোধ নেই।’
সেইসাথে অভিনেতার আরও সংযোজন ‘আমরা প্রচুর সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, কালী ব্যানার্জী, সত্য বন্দোপাধ্যায়, অনুপ কুমার, তরুণ কুমার, সাবিত্রী দি, মাধবী দি, এদের দেখে আমরা দাড়িয়ে পড়ি এখনও তটস্থ হয়ে যাই। আর আজ সব রীল করে সেটে এসে। কাজে মনঃসংযোগ নেই, পরিচালক কিছু বললে শোনে না, স্ক্রিপ্ট পড়েও আসে না। অথচ যখন টিআরপি পেয়ে যায়, তারা ভেবে নেয় সিরিয়াল তাদের জন্যই জনপ্রিয় হয়ে যাচ্ছে।’
এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের ওপর নির্ভর করে কে কাজ পাবে কে পাবে না? তখন উত্তরে তিনি বলেন ‘এই বিষয়টা আমার সঠিক বলে মনে হয়না। অভিনেতা বলেন, কিন্তু কিছু করার নেই, চ্যানেলও তাই করছে। আমরা আছি বাবা-মা, কাকা, জেঠা দরকার হয় বলে। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে এবং বাজেট এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটু বেশি টাকা চাইলে নেবে কিনা সন্দেহ আছে। তখন এই চরিত্রও নতুন খুঁজবে। তবে এখনও নিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ চ্যানেলের কাছে, পরিচালক কাছে, লেখকদের কাছে আমায় নেওয়ার জন্য।’
সেইসাথে অভিনেতা বলেছেন ‘যেদিন থেকে ফ্লিম এ শুট হওয়া বন্ধ হয়ে চিপে শুট হওয়া শুরু হয়েছে তবে থেকে পরিচালকদের কাজও বদলে গেছে। সবাই সব শট ক্লোস নেন, ওয়াস্ট নেন আসলে এদের এডিটিং এর বিষয়গুলি মাথায় থাকে না।’ তবে সৌরভের প্রশংসা করে অভিনেতা বলেছেন ‘সৌরভ সব রকমের শটের পার্থক্য জানে। সব শটকে কাজে লাগিয়েছে কারণ ওর মাথায় এডিটিং ছিল, ও এডিটিং জানে।’