নিউজশর্ট ডেস্কঃ এবার মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার(LPG Gas Cylinder)। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে এটি অবাক হবার মতই কথা। এখন গোটা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। সেখানে যদি মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস পাওয়া যায়। তাহলে তো চমকে উঠতে হয়।
তবে এবার প্রশ্ন হল কোথায় মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে? গত বছরের অগাস্ট মাসের শেষে কেন্দ্রীয় সরকার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে। এরপর প্রায় ছ’মাস হতে চলল সেই দামে কোন রকমের পরিবর্তন আসেনি। তবে এর মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির অংক বাড়ানো হয়েছে।
এই উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে আর অতিরিক্ত ২০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। তবে এবার তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে সেই রাজ্যের বাসিন্দাদের জন্য মাত্র ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর সাথে প্রত্যেক মাসে ২০০ ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
সম্প্রতি তেলেঙ্গানায় মহালক্ষী যোজনার সীমা বৃদ্ধি করেছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। গত ২৬ শে ফেব্রুয়ারি তিনি ৫০০ টাকার গ্যাস সিলিন্ডার এবং ২০০ ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে এই ৫০০ টাকায় রান্নার গ্যাস পাওয়ার জন্য অনলাইনে তেলেঙ্গানা সরকারের কাছে আবেদন জানাতে হবে। এছাড়া নিকটবর্তী গ্যাস ডিলারের অফিসে গিয়েও এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যেতে পারে।