LIC: যত বেশি বিনিয়োগ, তত বেশি রিটার্ন, LIC-র এই পলিসিতে বুড়ো বয়সে থাকতে পারবেন সুখে-শান্তিতে

নিউজশর্ট ডেস্কঃ বুড়ো বয়সে একটু সুখে-শান্তিতে আরামে জীবন কাটাতে ভালোবাসেন সকলেই। কিন্তু এই মনের শান্তি বজায় রাখার জন্য দরকার আছে টাকার। তাহলে আর কারোর উপর নির্ভর করতে হবে না। নিজের কাছে টাকা থাকলে ভালোভাবে জীবন কাটাতে পারবেন আপনি। তাই বর্তমান সময়ের মানুষজন অবসরের আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেন। আর বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ(Investment) করে রাখেন। যেগুলো থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন মেলে।

আজকের এই প্রতিবেদনে এমনই একটি স্কিম নিয়ে আপনাদেরকে জানাবো। আপনি এলআইসির সরল পেনশন প্ল্যানে(LIC Saral Pension Yojana) টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে আপনার বিনিয়োগ যেমন সুরক্ষিত থাকবে তেমনি আজীবন পেনশনের সুবিধা পাবেন। এটি মূলত একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। এই প্ল্যানে গ্রাহককে একবারই দিতে হয় মোটা টাকা। তারপর আজীবন থাকে না আর কোনো চিন্তা। প্রতি মাসেই পাবেন পেনশন। এমনকি প্রাপকের মৃত্যু হলেও নমিনি পাবে প্রাপ্য অর্থ।

এই সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান অর্থাৎ পলিসি কেনার সঙ্গে সঙ্গে পেনশনের টাকা পেতে শুরু করেন গ্রাহক। পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, আজীবন তাই থাকে। কোনো পরিবর্তন হয় না টাকার অঙ্কের। এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল এখানে পেনশন(Pesnion Scheme) পাওয়ার জন্য আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

আরও পড়ুন: LIC Policy: মাঝপথে LIC POLICY বন্ধ করলে টাকা ফেরত মিলবে? কি কি ক্ষতি হবে? জেনে নিন

আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশনের সুবিধা পাবেন। এটি একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা। যেখানে পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই স্কিমের অধীনে পলিসি কেনার সময় আপনাকে একবার প্রিমিয়াম দিতে হবে। আর পলিসি হোল্ডার প্রিমিয়াম প্রেমেন্ট করার পরেই পেনশন পাবেন এবং একই পরিমান পেনশন সারা জীবন ধরে পাওয়া যাবে।

LIC-রএই পলিসির কি কি বিশেষত্ব আছে, জেনে নিন-

১) এই পলিসিতে গ্রাহককে সারাজীবন পেনশন দেওয়া হয়।
২)পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পর যে কোনও সময় সরল পেনশন যোজনা স্কিম সারেন্ডার করা যায়।
৩)এই স্কিমে গ্রাহক প্রতি মাদে সর্বনিন্ম ১০০০ টাকা পেনশন পেতে পারেন।
৪)এছাড়াও ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম দেন তাহলে সে সারাজীবন বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেনশন পাবেন।

LIC New policy will give you huge return after maturity

আরও পড়ুন: Investment: পরিবারকে সুরক্ষিত রাখুন LIC-র এই নতুন প্ল্যানে, জেনে নিন কি কি সুবিধা মিলবে?

৫) সর্বনিম্ন ৪০ বছর বয়সে সরল পেনশন যোজনা পলিসি কেনা যায়।
৬)সর্বোচ্চ বয়স ৮০ বছর।

৭)পলিসি কেনার পরেই যদি কেউ জমা করা অর্থ ফেরত চান তাহলে ৫ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে।

৮) এই স্কিমে রয়েছে বিশেষ ঋণগ্রহণের সুবিধে। বিশেষ করে অসুস্থতার জন্য। পেনশন প্ল্যানের সঙ্গেই গুরুতর রোগের তালিকা দেওয়া হয়। তাই বিভিন্ন বিষয়ে মেলে লোনেরও সুবিধা।

Lic New Policy

কিভাবে কত বিনিয়োগ করবেন? 

এই প্ল্যানে আপনি ন্যূনতম ১০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন। তবে এই পেনশনের অঙ্ক আপনার বিনিয়োগের পরিমাণের ওপর নির্ভর করে থাকে। আপনি পেনশনের জন্য মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পেনশনের বিকল্প পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে পেনশন দেওয়া হবে। আপনি এই পেনশন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিনে নিতে পারবেন।

 

 

Papiya Paul

X