Dollar

Dollar: ভারতের টাকার ওপরেই নির্ভরশীল ছিল একসময়! আজ ডলারের থেকেও বেশি শক্তিশালী এই দেশের মুদ্রা

নিউজ শর্ট ডেস্ক: জানলে অবাক হবেন অধিক প্রচলিত ডলার, ইউরো কিংবা পাউন্ড নয় বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের (Kuwait) দিনার (Dinar)। হিসাব অনুযায়ী আজকের দিনে আমেরিকার এক ডলার ভারতীয় মুদ্রায় ৮২.৯৩ টাকার সমান। অন্যদিকে এক ইউরো ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯.৯৫ টাকার সমান, তবে  পিছিয়ে নেই পাউন্ড-ও। একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে বৃহস্পতিবারেই ভারতীয় মুদ্রায় এক পাউন্ডের মূল্য ছিল প্রায় ১০৫ টাকা!

তবে কুয়েতের দিনারের সামনে এবার পাত্তাই পেল না ডলার, ইউরো কিংবা পাউন্ড। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। এখনও পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী  এক দিনারের মূল্য ভারতীয় মুদ্রার প্রায় ২৬৯.৫৭ টাকা। আমেরিকার ডলারের থেকেও কয়েক গুণ বেশি শক্তিশালী এই কুয়েতি মুদ্রা দিনার।

অথচ একটা সময় এমন ছিল যখন ভারতের টাকার ওপরেই  নির্ভরশীল ছিল কুয়েত। শুনতে অবাক লাগলেও সেসময় কোনো  কুয়েতি দিনারের প্রচলনও ছিল না। ভারতীয় টাকাতেই যাবতীয় আদানপ্রদান চল তাদের। পরবর্তীতে ভারত সরকার অনুমোদিত গাল্ফ রুপি চালু করা হয় কুয়েতে। আর তারও অনেক পরে সেদেশে চালু করা  হয় কুয়েতি দিনার।

বিশ্বের সবথেকে দামি,Worlds Most Expensive,মুদ্রা,Currency,কুয়েত,Kuwait,দিনার,Dinar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বাহারিনি দিনার: তবে শুধু কুয়েতের দিনারই নয়, বাহারিনি দিনারের মুদ্রার দামও কিন্তু আকাশছোঁয়া। বাহারিনের মুদ্রা বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। বাহরিনের দিনারের মুদ্রার কোড হল BHD। এখানে বলে রাখি টাকার হিসাবে এক কুয়েতি দিনারের দাম প্রায় ২২০.১০ টাকা।

আরও পড়ুন: বিন্দু থেকেই সিন্ধু হয়! ভারতীয় এই মহিলার সাফল্যের কাহিনী চমকে দেবে আপনাকেও

জর্দানিয়ান দিনার: জর্দানের মুদ্রাকে জর্দানিয়ান দিনার বলা হয়। হিসাব বলছে টাকার নিরিখে এক জর্দানিয়ান দিনারের দাম প্রায় ১১৬.৯৬ টাকা।

বিশ্বের সবথেকে দামি,Worlds Most Expensive,মুদ্রা,Currency,কুয়েত,Kuwait,দিনার,Dinar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ওমানি রিয়াল: ওমানি রিয়াল অত্যন্ত জনপ্রিয় একটি মুদ্রা। ১৯৪০ সালে ওমানে এই মুদ্রার প্রচলন শুরু হয়, তার আগে এই দেশের মুদ্রা ছিল রুপি। টাকার নিরিখে এক ওমানি রিয়ালের দাম প্রায় ২১৫.৪২ টাকা।

ব্রিটিশ পাউন্ড: গ্রেট ব্রিটেনের মুদ্রাকে পাউন্ড স্টার্লিং (£) বা GBP বলা হয়। এটি জার্সি, গার্নসি, আইল অফ ম্যান, দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি এবং ত্রিস্তান দা কুনহারের মতো জায়গার সরকারি মুদ্রা। এটি বিশ্বের প্রাচীনতম মুদ্রাগুলির মধ্যে অন্যতম। এখন এই এক GBP -এর দাম প্রায় ১০৫.০৯ টাকা।

Avatar

anita

X