Money Making Tips

Money Making Tips: যে কোনো মিউচুয়াল ফান্ড নয়, এখানে ১০ হাজার টাকার SIP-তে মিলছে ৫.৩৪ কোটি টাকা!

নিউজশর্ট ডেস্কঃ যত দিন বাড়ছে তত মিউচুয়াল ফান্ডের(Mutual Fund) জনপ্রিয়তা বেড়ে চলেছে। এখন মোটা টাকা রিটার্নের আশায় শুধুমাত্র ফিক্সড ডিপোজিট কিংবা সেভিংস অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ নয়। মিউচুয়াল ফান্ড এসআইপিতেও অর্থ বিনিয়োগ করছেন সাধারণ মানুষ। বিশেষ করে তরুণ যুবক-যুবতীরা এই ক্ষেত্রে বেশি বিনিয়োগ করছেন।

এসআইপি থেকে মোটা টাকা রিটার্ন পেয়ে যাচ্ছেন। আপনারা শুনলে অবাক হবেন ১৯ বছরে ৫.৩৪ কোটি টাকা রিটার্ন মিলেছে। কোটাক স্মল ক্যাপ ফান্ড থেকে এই পরিমাণ রিটার্ন পাওয়া গিয়েছে। ২০০৫ সালের ২৪ শে ফেব্রুয়ারি মার্কেটে এসেছে এই কোটাক স্মল ক্যাপ ফান্ড। বিগত ২০ বছর ধরে এই ফান্ড থেকে গড়ে ২৩.০১ শতাংশ হারে রিটার্ন পেয়ে গিয়েছেন।

তখন যদি কোন বিনিয়োগকারী ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকে তিনি ৫.৩৪ কোটি টাকার মালিক হয়ে যেতেন। এই ফান্ডটি ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত সিকিউরিটিজে বিনিয়োগ করে থাকে। এই স্কিম ছোট বাজার মূলধন কোম্পানিগুলিতে টাকা ঢালে। বিভিন্ন সেক্টরের স্মল ক্যাপ কোম্পানিতেও এরা বিনিয়োগ করে।

আরও পড়ুন: SIP: প্রতি মাসে SIP-তে টাকা দিচ্ছেন? বিনিয়োগের আগে এই নিয়ম না জানলে পড়বেন ফ্যাসাদে

২০২৩-এর ২০ অক্টোবর থেকে হরিশ বিহানি এই ফান্ড পরিচালনা করেছেন। এই স্কিম থেকে গত ১০ বছরে ২৩মক, শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আর বিগত এক বছরে গড় রিটার্ন মিলেছে ২৭.২৭ শতাংশ। ফান্ড হাউসের ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এই স্কিমে আপনি যদি এখন বিনিয়োগ করতে চান তাহলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

সম্প্রতি স্মল ক্যাপ ফান্ডের অসাধারণ বৃদ্ধির পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ফান্ড হাউস। বর্তমানে স্মল ক্যাপ ফান্ডে এককালীন বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কোটাক মিউচুয়াল ফান্ড। ২০২৪ সালের ৪ই মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বর্তমানে এই ফান্ড হাউসের স্মল ক্যাপ কিনে কোন মাসে একটি প্যান নম্বর থেকে সর্বাধিক ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য: বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। বিনিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে নিউজশর্ট দায়ী থাকবে না।

Papiya Paul

X