নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন থাকা মানে ইন্টারনেট থাকবে। এই যুগে এখন সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকেন সকলেই। আর তাই ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে ভারতের টেলিকম সংস্থাগুলো।
রিলায়েন্স জিও(Jio) এবং এয়ারটেল(Airtel) গ্রাহকদের সুবিধার জন্য সবসময় সাশ্রয় এবং দীর্ঘমেয়াদী দুর্দান্ত অফার নিয়ে আসে। এই অফারে গ্রাহকেরা আনলিমিটেড কলিং, অফুরান ইন্টারনেট এবং এসএমএসের পাশাপাশি ওটিটি সুবিধাও পেয়ে যান। আজকের এই প্রতিবেদনে জিও এবং এয়ারটেলে দুটো জনপ্রিয় প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে আপনাদেরকে খরচ করতে হবে একই টাকা কিন্তু সুবিধা দুটোই কিছুটা আলাদা।
জিওর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ৮৪ দিন। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এর সঙ্গে যারা ৫জি স্মার্টফোন ব্যবহার করছেন। তারা আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। এর সাথেই থাকবে রোজ ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। শুধু তাই নয়, এর সাথে নেটফ্লিক্স-এর বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এ ছাড়া জিও টিভি এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন ও থাকছে।
আরও পড়ুন: Jio: এক রিচার্জে চলবে ৩ মাস, মিলবে ১৮০ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং, ঝাক্কাস অফার Jio-র
এয়ারটেলের ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
জিও-কে জবরদস্ত টেক্কা দিচ্ছে এয়ারটেল। একই দামে আরো দুর্দান্ত পরিষেবা সমেত নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা প্রত্যেকদিন ৩ জিবি ডাটা এবং রোজ ১০০ টি করে এসএমএস-এর সুবিধা পাবেন। এর সাথে আনলিমিটেড ফ্রি কলিং পাওয়া যাবে। এর সঙ্গে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন থাকবে। এর পাশাপাশি হ্যালো টিউন ও উইংক মিউজিকের সুবিধা ও পাওয়া যাবে।