নিউজশর্ট ডেস্ক: এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো সিনেমা হলে মুক্তির আগেই বিতর্ক হয়েছিল প্রচুর। এমনকি সেই সব সিনেমাকে কেন্দ্র করে অনেক মামলাও হয়েছে। এসব বিতর্ক পেরিয়ে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। আবার বেশ কিছু সিনেমা পুরোপুরি ব্যান(Banned Films) হয়ে গিয়েছে। ভারতে নিষিদ্ধ এই সমস্ত সিনেমাগুলো এবার ওটিটিতে দেখা যাবে। আজকের এই প্রতিবেদনে এই সিনেমাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো।
গারবেজ: এই সিনেমাটির পরিচালনা করেছেন কৌশিক মুখোপাধ্যায়। এটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ত্রিমালা অধিকারী, তন্ময় ধনানিয়া, শ্রুতি বিশ্ববান, শতরূপা দাস আরো অনেকে। এই সিনেমাতে ফানেস্বর নামের এক ট্যাক্সি চালক এক মহিলাকে বন্দী করে রাখেন সেই নিয়ে গল্প। তবে এই সিনেমা ও সিনেমা হলে মুক্তি পায়নি। এখন ওটিটিতে এটি দেখা যাচ্ছে।
ফায়ার: ১৯৯৬ সালে এই ইন্দো-কানাডিয়ান রোমান্টিক ড্রামা মুক্তি পায়। এই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজমি এবং নন্দিতা দাস। দুই সমকামী মহিলার জীবনের উপর এই সিনেমার গল্প তৈরি হয়। তবে ভারতে এই সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রেক্ষাগৃহে এই ছবিটি কোনদিন মুক্তি পায়নি। তবে এখন ইউটিউব এবং অনলাইনে এই ছবিটি দেখা যাবে।
আরও পড়ুন: Mili: সোনার সংসারের মঞ্চে জুটেছে চরম অপমান! মন খারাপ নিয়েই বিদায় জানালেন ‘মিলি’
অ্যাংরি ইন্ডিয়ান গডেস: পান নলিন পরিচালিত এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। এই ছবিতে আদিল হোসেন, সন্ধ্যা মৃদুল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, অনুষ্কা কাচন্দা সহ আরো অনেক তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। পিপল চয়েস অ্যাওয়ার্ড এ রানার আপ হয়েছিল এই ছবি। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসা মাত্র বিতর্ক শুরু হয়। এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে এখন ওটিটি এবং ইন্টারনেটে এই ছবি দেখা যাবে।
পাঞ্চ: অনুরাগ কাশ্যপ রচিত এবং পরিচালিত এই ক্রাইম থ্রিলার ২০০৩ সালে মুক্তি পায়। কিন্তু এই ছবি কখনো মুক্তি পায়নি সিনেমা হলে। এখন ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি দেখা যাবে।
আন-ফ্রিডম: ২০১৪ সালে রাজ অমিত কুমার পরিচালিত এই ছবিটি কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।কিন্তু ভারতেই ছবিটি নিষিদ্ধ করা হয়। ফলে প্রেক্ষাগৃহে কোনদিন মুক্তি পায়নি। কিন্তু এখন নেটফ্লিক্সে এই ছবিটি দেখা যাচ্ছে।