নিউজশর্ট ডেস্কঃ সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly) এই নামটার মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে রয়েছে বঙ্গবাসীর মধ্যে। তবে শুধু বঙ্গবাসী বললে ভুল হবে সারা বিশ্বজুড়ে পরিচিতি তার। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা থেকে অবসর নেওয়ার পরেও সকলের মনে রয়ে গিয়েছেন।
তবে খেলার পাশাপাশি তিনি অত্যন্ত সুন্দর সঞ্চালনা করে থাকেন। ক্যামেরার সামনে অসম্ভব সাবলীল বাংলার দাদা। এই মুহূর্তে জি বাংলার নন ফিকশন শো ‘দাদাগিরি'(Dadagiri) সঞ্চালনার দায়িত্ব রয়েছে সৌরভের। যে মানুষটা এক সময়ে সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারত না সে এখন গড়গড়িয়ে বাংলায় সঞ্চালনা করছেন। তবে এই সঞ্চালনা থেকে সৌরভের কত টাকা উপার্জন হয় এই প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে।
প্রত্যেক সপ্তাহে ২ দিন দাদাগিরি সম্প্রচারিত হয়। এই দাদাগিরি সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে মোটা টাকা পারিশ্রমিক নেন সৌরভ। এই পারিশ্রমিকের টাকাতে কোন বিলাসবহুল আবাসন খুব সহজেই কিনে ফেলা যায়। সপ্তাহের শেষে দাদাগিরি সঞ্চালনা করে এক কোটি টাকা রোজগার করেন তিনি। অর্থাৎ প্রত্যেক মাসে এই সঞ্চালনা থেকে চার থেকে পাঁচ কোটি টাকা সৌরভ রোজগার করে থাকেন।
এছাড়া এখনো বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সেখান থেকেও প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার হয় তার। জানা গিয়েছে, প্রায় ১১ টি নামী ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলী। আর ক্রিকেট খেলে তো কোটি কোটি টাকা রোজগার রয়েছেই। অর্থাৎ এই সমস্ত হিসেব-নিকাশ দেখলে বোঝা যায় তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক।