Hanging Train

Hanging Train: শূন্যে ঝুলন্ত অবস্থায় ছুটছে ট্রেন! জানেন কোথায় রয়েছে এই ঝুলন্ত ট্রেন? উত্তর চমকে দেবে

নিউজ শর্ট ডেস্ক: ছোট থেকে বড় সকলেই ট্রেনে চড়তে ভালোবাসেন সকলেই। আমাদের দেশে] আমরা সাধারণত মাটির তলা দিয়ে যাওয়া মেট্রোরেল কিংবা রেললাইনের ওপর দিয়ে যাওয়া ট্রেনই (Train) দেখেছি। কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে এমনও একটি দেশ আছে যেখানে ট্রেন চলে শূন্যে, উল্টো ভাবে ঝুলন্ত (Hanging) অবস্থায়।

বিশ্ববিখ্যাত এই ট্রেন মাটি থেকে প্রায় ৪০ ফুট উপরে ঝুলন্ত অবস্থায় ছুটে চলে। কি ভাবছেন ঝুলন্ত অবস্থায় ট্রেন কিভাবে ছুটতে পারে? কিভাবেই বা মানুষজন তাতে ওঠা নামা করেন? আসলে বিশ্বের এই একমাত্র ঝুলন্ত ট্রেন রয়েছে সুদূর জার্মানির (Germany) রাইন শহরে। এই ট্রেনে চলার জন্য ভ্রমণ পিপাসুরা আগে থেকেই বুকিং করে রাখেন।

কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে এখানে কেন এমন উল্টো ট্রেন চালু করা হয়েছিল? সাধারণত আমরা রেললাইনের ওপর দিয়ে ট্রেন ছুটে যেতে দেখি, কিন্তু এখানে ট্র্যাক এর নিচে ঝুলন্ত অবস্থায় ট্রেন চলাচল করে থাকে। এই রুটটি তৈরি হয়েছিল সেই ২১ শতকের আগে। সেই থেকে টানা ১২৩ বছর ধরে চলছে এই ট্রেন।

Hanging Train,ঝুলন্ত ট্রেন,জার্মানি,Germany,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসলে জার্মানির এই Wuppertal শহর এতটাই ব্যস্ততম এলাকায় যে এখানকার রাস্তায় হাঁটাচলা করাও বেশ কঠিন। তাছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় মাটির নিচে দিয়েও ট্রেন চালানো সম্ভব ছিল না, তাই ট্রাক স্থাপনের জন্য কোন জায়গা না পেয়ে শহরের ইঞ্জিনিয়াররা বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ট্রেনটিকে উল্টো করে চালানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন: পাহাড়ের কোলে প্রজাপতির মেলা! দোলের ছুটিতেই চলে যান এই অফবিট ডেস্টিনেশনে

Hanging Train,ঝুলন্ত ট্রেন,জার্মানি,Germany,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জার্মানির এই রেলগাড়ি ও রেললাইন দেখলে চোখ কপালে উঠবে যে কারও। ঝুলন্ত অবস্থায় থাকা এই ট্রেন দূর থেকে দেখে অনেকেই মনে করেন এটি বোধহয় খেলনা রেলগাড়ি। জার্মানির বিশ্ব বিখ্যাত এই মনোরেল শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।  প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করেন প্রায় ৮০ হাজার মানুষ।

Hanging Train,ঝুলন্ত ট্রেন,জার্মানি,Germany,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যানজট এড়াতে স্থানীয়রা এই ট্রেনের ওপরেই ভরসা করে থাকেন। তাছাড়া পাঁচ মিনিট পরপরই এই ট্রেন থাকায় যাত্রীদের অপেক্ষা করারও দরকার পড়ে না। মাত্র ৩০ মিনিটের মধ্যেই কুড়িটি স্টেশন অতিক্রম করে থাকে এই ট্রেন। এখানে বলে রাখি এই ট্রেনকে উল্টো বলা হলেও আসলে কিন্তু ট্রেনের বগি গুলো মোটেই উল্টো থাকে না,  বরং রেল ট্র্যাকের নিচ দিয়ে ট্রেন ঝুলে থাকায় এমনটা মনে হয়।

আসলে সাধারণ ট্রেন গুলিতে যেমন যাত্রীদের মাথা উপরের দিকে থাকে তেমনি এই ট্রেনে যাত্রী কিংবা চালক প্রত্যেকেই স্বাভাবিকভাবেই বসে থাকেন। জানা যাচ্ছে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই ট্রেনে ওঠার খরচ ৭.৩০ ইউরো, অর্থাৎ প্রায় ৭০০ টাকা। আর স্থানীয়দের জন্য খরচ হয় ৩ ইউরো অর্থাৎ ২৮৫ টাকা।

Avatar

anita

X