নিউজশর্ট ডেস্ক: এখন মিউচুয়াল ফান্ডে(Mutual Fund) অর্থ বিনিয়োগ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, নারীরাও মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছেন। ২০১৭ সালের মার্চে ১৫ শতাংশ নারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছিল। এরপর ২০২৩ -এ গিয়ে প্রায় ২১ শতাংশ আরো উন্নত হয়েছে। শিল্পসংস্থা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া সর্বশেষ তথ্য থেকে এই তথ্য সংগ্রহীত হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিউচুয়াল ফান্ডের অধীনে মোট সম্পদ ৫০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন বিনিয়োগকারীরা তাদের আয় বাঁচাতে এবং বৃদ্ধি করার জন্যই মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। রিপোর্ট বলছে যে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা বিনিয়োগকারী ২৫ থেকে ৪৪ বছর বয়সের মধ্যে রয়েছে। যেখানে ব্যক্তিগত বিনিয়োগকারীদের মোট গোষ্ঠীতে প্রায় ৪৫% আছে।
মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব সবচেয়ে বেশি রয়েছে গোয়ায়। সেখানে প্রায় ৪০% মহিলা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন। এছাড়া চন্ডিগড়, মহারাষ্ট্র, নয়া দিল্লি এই জায়গাগুলোতেও মহিলাদের মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ অনেকটাই বেশি।
বেশিরভাগ মহিলা নিয়মিত পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ চালিয়ে যান এবং যদি কোন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন তাহলে সেই বিনিয়োগ দীর্ঘমেয়াদী হয়। এখন নারীদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। মোটা টাকা উপার্জনের আশায় বহু মানুষ অর্থ বিনিয়োগ করছেন।
বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই এখানে অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই গ্রহণ করা উচিত। এক্ষেত্রে শুধুমাত্র বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে।