Sikkim: পাহাড়-বরফ-জঙ্গল সব একসাথে দেখতে ঢুঁ মারুন এই ৫ অফবিট জায়গায়, পাবেন অনেক শান্তি

নিউজশর্ট ডেস্কঃ আস্তে আস্তে তাপমাত্রা এবার বাড়তে চলেছে। চলতি বছরে প্রচুর গরম পড়বে বলে আগে সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। তবে এই গরম পড়ার আগে অনেকেই পাহাড় থেকে ঘুরে আসতে চাইছেন। সেক্ষেত্রে অল্প খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে দার্জিলিং-কালিম্পং এই জায়গাগুলোকে মানুষ বেছে নেন। তবে আপনি চাইলে পশ্চিমবঙ্গ ছেড়েও সিকিমের(Sikkim) এমন অনেক অজানা লোকেশন রয়েছে সেখানে যেতে পারেন।

এখন বেশিরভাগ মানুষই ভিড় এড়িয়ে নিরিবিলি লোকেশনে ঘুরতে যেতে চান। আজকে এই প্রতিবেদনে সিকিমের এমন কিছু অফবিট লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে গেলে আপনারা শান্তিতে বেশ কিছুদিন সময় কাটাতে পারবেন। মার্চ থেকে এপ্রিল মাস হল সিকিম বেড়াতে যাবার জন্য সবথেকে আদর্শ সময়। তাই এই প্রতিবেদনে সিকিমের ৫ টি অফবিট লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) জুলুক: এই জুলুকের সবথেকে আকর্ষণীয় জায়গা হল জিকজ্যাক রাস্তা। এখানে গিয়ে আপনি রাত ও কাটাতে পারবেন। এখানে মেঘেদের মাঝখান দিয়ে আপনি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন। আর ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা খুব কমই রয়েছে।

আরও পড়ুন: Travel: পাহাড়ের কোলে প্রজাপতির মেলা! দোলের ছুটিতেই চলে যান এই অফবিট ডেস্টিনেশনে

২) ইউকসম: পশ্চিম সিকিমের একদম অফবিট লোকেশন এটি। এখানে মনেস্ট্রি এবং স্থাপত্যের জন্য পর্যটকদের বেশ পছন্দের জায়গা। এপ্রিল থেকে জুন মাস এখানে আসার জন্য একেবারে পারফেক্ট সময়।

৩) জংগু: সিকিমের আরও এক সেরা লোকেশন হল এই জায়গা। এখানে প্রাচীন লেপচা সংস্কৃতির দেখার সুযোগ হবে আপনার। এই জায়গাতেই প্রবেশের জন্য আপনাকে স্পেশাল পারমিট করাতে হবে।

৪) হি-বর্মিওক: সিকিমের এই অজানা লোকেশন সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। এই জায়গার চারিদিকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, কোকতাং-এর মতো তুষারবৃত্ত শৃঙ্গ। এখানে রডোড্রেনড্রন দেখার সুযোগ হয়ে যাবে আপনার।

৫) তিনকিতামকে: এখানে গেলে আপনি হাইকিং, বার্ড ওয়াচিং-এর পাশাপাশি আরামে ল্যাদ খেতে পারবেন। এর খুব কাছেই রয়েছে মেনাম ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি।

Papiya Paul

X