নিউজশর্ট ডেস্ক: বাংলার ভ্রমন প্রিয় মানুষদের কাছে দিঘার(Digha) জনপ্রিয়তা খুব বেশি। তাই হাতে অল্প সময় পেলেই দীঘায় ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকেরা। আর এই পর্যটকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ঠিক যেমন এবার দীঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির নির্মাণ করা হচ্ছে। কিন্তু পুরীর থেকে এই মন্দির কিছুটা হলেও আলাদা রয়েছে। আপনি কি জানেন এই দুই মন্দিরের মধ্যে পার্থক্য কোথায়? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস প্রাকৃতিক বিপর্যয়ের সময় দিঘাকে নতুনভাবে সাজানোর জন্য দিঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। আর এখন সেই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দ্রুত চলছে।
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ২০২৪ সালের রথযাত্রার আগেই এই মন্দিরের দ্বারোদঘাটন হবে। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পরেই দিঘার জগন্নাথ ধাম পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠতে চলেছে। এবার এই মন্দির নির্মাণের মাঝে বড় খবর এসেছে।
আরও পড়ুন: Digha: ভুলেও এখন যাবেন না দীঘা! নতুন সমস্যার মুখে পর্যটকেরা, চিন্তায় পড়েছে প্রশাসনও
জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য মূর্তি চলে এসেছে। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই মূর্তি পাথর থেকে তৈরি হয়েছে। পুরীর আদলে দিঘাতে নিম কাঠের মূর্তি না বরং পাথরের মূর্তিতে এই প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
জানা গিয়েছে যে মার্বেল পাথরের মূর্তিতেই জগন্নাথ দেবের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দিঘাতে একাধিক প্রকল্পের রূপায়ণে এখন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে। আর এবার সেই মুকুটে যুক্ত হতে চলেছে জগন্নাথ মন্দির। আর এই নতুন আকর্ষণীয় জায়গার ফলে আরো বেশি পর্যটক এখানে আসবে বলে মনে করছেন প্রশাসন।