LIC Policy

LIC Policy: মিলবে মোটা রিটার্ন, টাকা থাকবে সুরক্ষিত, LIC-র এই দুই পলিসি দিচ্ছে বিরাট সুবিধা!

নিউজশর্ট ডেস্কঃ মোটা টাকা রিটার্নের আশায় বহু মানুষ বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে কোথায় বিনিয়োগ করলে টাকা নিরাপদ থাকার পাশাপাশি ভালো রিটার্ন আসবে সে সম্পর্কে বহু মানুষ জানেন না। তবে নিরাপত্তার জন্য বিনিয়োগের ক্ষেত্রে এলআইসি(LIC) একটি গুরুত্বপূর্ণ বিকল্প।

এটি সরকার সমর্থিত একটি পলিসি যেখানে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যায়। এর পাশাপাশি সুদের হার ভালো থাকে। চলুন তাহলে এলআইসির সেরা দুটো পলিসি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক।

এলআইসি এসআইআইপি প্ল্যান: এই প্ল্যানে একসঙ্গে দুটো সুবিধা পাওয়া যায়। এখানে মোটা টাকা রিটার্নের পাশাপাশি বিমা সুরক্ষা মেলে। অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কোন ঘটনা ঘটলে পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। এর সাথেই সঞ্চয়ের সঙ্গে প্রিয়জনদের নিরাপত্তা একেবারে নিশ্চিত থাকবে। এখানে আয় কর আইন ১৯৬১ ধারা ৮০ সি এবং ১০ (১০ ডি)-র আওতায় কর ছার পাওয়া যায়।

আরও পড়ুন: SBI: বুড়ো বয়সে থাকুন টেনশন ফ্রি, SBI-র এই স্কিমে মাসে মিলবে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত!

এছাড়া এখানে ফান্ড পরিবর্তন কোন খরচ ছাড়াই করা যায়। এছাড়া জরুরী কোন প্রয়োজন হলে আংশিক টাকাও তোলা যায়। এখানে পলিসি হোল্ডারকে তার প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ বেনিফিট হিসেবে দেওয়া হয়। এখানে পলিসির মেয়াদ শেষে পুরো টাকা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে দুর্ঘটনা জনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ দেওয়া হয়।

LIC

এলআইসি জীবন উমঙ্গ: এখানে মোটা টাকা রিটার্নের পাশাপাশি আজীবন বীমা সুরক্ষা পাওয়া যায়। এই পলিসিতে প্রিমিয়াম দেওয়া শেষ হওয়ার পর ম্যাচিউরিটির আগে পর্যন্ত সারভাইবাল বেনিফিট ও পাওয়া যায়। এছাড়া এখানে ডেথ বেনিফিটের সুবিধা রয়েছে। প্রিমিয়াম কেটে নেওয়ার সুবিধা এই প্ল্যানে রয়েছে। এর পাশাপাশি এই প্ল্যানে করছাড় পাওয়া যায়, আর অতিরিক্ত কভারের জন্য বিভিন্ন রাইডারের ব্যবস্থা রয়েছে।

Papiya Paul

X