নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তার গ্রাহকদের সুবিধার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। সম্প্রতি এই সংস্থা নতুন প্ল্যান নিয়ে আসার পাশাপাশি দুটো প্রিপেইড প্ল্যানের ভালিডিটি বাড়িয়েছে। এই মুহূর্তে বেশিরভাগ টেলিকম সংস্থায় এআরপিইউ বৃদ্ধির জন্য প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে। সেখানে দুটো প্ল্যানের ভ্যালিডিটি বৃদ্ধি করে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই সংস্থা।
অনেকে মনে করছেন যেহেতু এই সংস্থা খুব শীঘ্রই 4G পরিষেবা লঞ্চ করতে চলেছে। তাই ব্যবহারকারীদের আকর্ষিত করার জন্য এই নতুন কৌশল হতে পারে। যাতে আরো বেশি গ্রাহক তাদের প্ল্যানের সঙ্গে যুক্ত হয়। এই সংস্থা ৬৯৯ টাকার এবং ৯৯৯ টাকার প্ল্যানের ভালিডিটি বাড়িয়েছে বলে জানা গিয়েছে।
BSNL-র ৬৯৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানের আগের ভ্যালিডিটি ছিল ১৩০ দিন। এখন সেটিকে বাড়িয়ে ১৫০ দিন করা হয়েছে। আর এই ১৫০ দিনে দৈনিক ০.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস করা যাবে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে প্রথম ৬০ দিনের জন্য বিনামূল্যের পিআরবিটি সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: BSNL: রাতে শুয়ে শুয়ে আর পাবেন না এই বিশেষ সুবিধা! BSNL বন্ধ করছে এই জনপ্রিয় অফার
BSNL-র ৯৯৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানের আগে ভ্যালিডিটি ছিল ২০০ দিন পর্যন্ত। এখন সেই ভ্যালিডিটি আরো ১৫ দিন বাড়িয়ে ২১৫ দিন করা হয়েছে। এই প্ল্যানে ২০০ দিনের জন্যই আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাওয়া যাবে কিন্তু এর সঙ্গে কোন ডেটা বা এসএমএসের সুবিধা মিলবে না। আর এখানে কেবল দু মাসের জন্য পিআরবিটি পাওয়া যাবে।