Government

Government: ভুলে যান ৪ টে কিংবা সাড়ে ৪ টে, এবার আরো তাড়াতাড়ি ছুটি স্কুল! দুর্দান্ত ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের(Government) তরফ থেকে সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এবার স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে এবার নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

আর এই ঘোষণা ইতিমধ্যেই করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এই নিয়ম সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য না। কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এ বিশেষ সুবিধা নিতে পারবে। দুপুর তিনটে বেজে ৩০ মিনিটে স্কুল থেকে তারা চলে যেতে পারবেন। আগামী একমাস এই বিশেষ সুবিধা পাবেন তারা।

তবে স্কুলের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আগে নিয়মের মতোই নির্ধারিত সময় পর্যন্ত স্কুল করতে হবে বলেও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে ২০১১ সালের ২ আগস্ট যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটির উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যে রোজার সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়র মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর তিনটে বেজে ৩০ মিনিটে বিদ্যালয় থেকে চলে যেতে পারবেন।

আরও পড়ুন: Government: ১০০০ বা ৫০০০ নয়, মাধ্যমিক পাশ করলেই ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার!

তবে এই বিষয়টি যে নতুন এমন কিন্তু নয় গত বছর ঈদের আগেও যখন এক মাস রোজা চলেছিল। তখন মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। কারণ এর ফলে সারাদিনের উপবাস ভেঙে বিকেলের ইফতারের যোগ দিতে তাদের সুবিধা হয়।

মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও কর্মীরা যাতে দ্রুত বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার সারতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে রোজার পরে ফুল যখন আবার খুলবে তখন স্বাভাবিক নিয়মে স্কুল চলবে এবং নির্ধারিত সময়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষক কর্মীদের ছুটি হবে।

Papiya Paul

X