নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যেই ভারতের মার্কেটে ইলেকট্রিক গাড়ি(Electric Car) জনপ্রিয় করার জন্য সরকারের তরফ থেকে নানা রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের অর্থনীতির উন্নতি ঘটনার জন্যও একপ্রকার এই চেষ্টা শুরু করেছে সরকার। আর এবার লোকসভা নির্বাচনের আগে Electric Mobility Promotion Scheme 2024 চালু করেছে মোদি সরকার।
আর এই প্রকল্প আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে মোদি সরকারের অন্যান্য প্রকল্পগুলো যেমন দীর্ঘমেয়াদী হয়। কিন্তু এই এটি স্বল্প মেয়াদী যোজনা হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে এই যোজনার স্বল্প মেয়াদী হলেও এই প্রকল্পের জন্য মোটা অংকের টাকা বরাদ্দ করা আছে। এই প্রকল্পের জন্য আনুমানিক ৫০০ কোটি টাকা বরাদ্দ করবে সরকার।
ভারতবর্ষের ব্যবসায়িক পরিবেশকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ সরকার এখন মূলত চাইছে ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে ইলেকট্রিক যানবাহনের দিকে আরও বেশি অগ্রসর করা যায়। পরিবহন মন্ত্রকের তরফ থেকে যত দ্রুত সম্ভব দূষণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: TRAI: কোথায় পাবেন 4G, কোথায় পাবেন 5G! টেলিকম সংস্থাগুলোকে বড় নির্দেশ TRAI-র!
তাই দেশে ইলেকট্রিক গাড়ির সংখ্যাও বাড়াতে চাইছে সরকার। মোদি সরকারের এই নতুন প্রকল্পে ইলেকট্রিক গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আরো বেশি উৎসাহিত হবেন। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে প্রতিটি ইলেকট্রিক দুই চাকার গাড়ির জন্য ১০,০০০ টাকা সাহায্য করা হবে। আর ইলেকট্রিক রিক্সা এবং ইলেকট্রিক কার্ট-এর মত ছোট তিন চাকার গাড়ির ক্ষেত্রে ২৫০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। আর বড় চার চাকার গাড়ির ক্ষেত্রে ৫০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে।