POCO

POCO: শুধু স্মার্টফোন নয়, এবার প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে POCO! কি কি ফিচার থাকতে পারে?

নিউজশর্ট ডেস্কঃ পোকো(Poco) সংস্কার তরফ থেকে প্রথমবার লঞ্চ হতে চলেছে ট্যাব(Tablet)। ইতিমধ্যেই ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে এই পোকো সংস্থার স্মার্টফোন জনপ্রিয় হয়ে গিয়েছে। যদিও এই সংস্থা কবে প্রথম তাদের ট্যাবলেট লঞ্চ করবে সেটির দিনক্ষণ এখনো জানা যায়নি। এমনকি এই ট্যাবলেটের নাম কি হবে সেটাও জানা যায়নি।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে পোকো সংস্থা এবার স্মার্টফোনের পরে বিগ স্ক্রিন ডিভাইসের দিকে এগোনোর জন্য চেষ্টা চালাচ্ছে। এই সংস্থা কিছুদিন আগেই জানিয়েছিল শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ সমস্ত কিছুই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। এগুলোর আগে সর্বপ্রথম ট্যাব দিয়েই তারা ব্যবসা বাড়ানো শুরু করতে চলেছে।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে পোকো সংস্থার প্রথম ট্যাবলেট আসলে শাওমি প্যাড ৬ এস মডেলে রি ব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। তবে নিশ্চিতভাবে এই বিষয়ে কোন কিছুই জানা যায়নি। শাওমি প্যাড ৬এস ট্যাব নতুন নামে পোকো ব্র্যান্ডের সঙ্গে লঞ্চ হতে পারে। এমনকি শাওমির প্রোডাক্ট নতুন নামে লঞ্চ করে পোকো।

আরও পড়ুন: TRAI: এবার থেকে আর চটজলদি পোর্ট হবে না মোবাইল নম্বর! নতুন নিয়ম আনলো TRAI

এবার প্রশ্ন হলো পোকো সংস্থার প্রথম ট্যাবে কি কি ফিচার থাকার সম্ভাবনা রয়েছে চলুন একবার জেনে নেওয়া যাক।

১) চিনে শাওমি প্যাড ৬ এস লঞ্চ হয়েছিল বহুদিন আগে। ১২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন নিয়ে লঞ্চ হয়েছিল এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিনে ডলভি ভিশনের সাপোর্ট রয়েছে।
২) এছাড়া এই প্যাডে একটি অক্টাকোর কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর আছে। এই ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS এই অপারেটিং সফটওয়্যার এর সাহায্যে পরিচালিত হবে।
৩) এছাড়া এই ট্যাবলেট রয়েছে ১০,০০০ এম এইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে।

Papiya Paul

X