TRAI

TRAI: এবার থেকে আর চটজলদি পোর্ট হবে না মোবাইল নম্বর! নতুন নিয়ম আনলো TRAI

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের সবসময় উন্নত মানের পরিষেবা প্রদান করার চেষ্টা করে থাকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(TRAI)। আর এই গ্রাহকদের তথ্য ও সুরক্ষিত রাখার জন্য এবং বিভিন্ন জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে TRAI।

তাই এবার টেলিকম সংস্থা নানা রকমের নিয়ম চালু করা হচ্ছে। ২০০৯ সালে শেষ বার মোবাইল নম্বর পোর্টেবিলিটি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছিল ট্রাই। আর এবার নতুন করে নিয়মের সংশোধন করা হচ্ছে। এবার মোট ৯ টি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম গ্রাহকেরা সদ্য সিম কার্ড বদল করে থাকলে তারা শীঘ্রই অন্য কোনো নেটওয়ার্কে পোর্ট করতে পারবে না।

এই সংক্রান্ত বিষয়ে ট্রাই জানিয়েছে এবার একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে সোয়াইপ করার পর অন্তত সাত দিন সে নেটওয়ার্কের ব্যবহার করতে হবে। তারপরেই আবার অন্য কোন নেটওয়ার্কে পোর্ট করা সম্ভব হবে। এর কারণ এই সিমটি যদি সাত দিন ব্যবহার না করা হয় তাহলে টেলিকম পরিষেবা প্রদানকারীরা ওই সিমের জন্য UPC তৈরি করতে পারবে না। এর ফলেই প্রতারণার মত একাধিক সমস্যা দেখা যায়।

TRAI

আরও পড়ুন: Lakshmir Bhander: লক্ষীর ভান্ডার নিয়ে বড়োসড়ো সুখবর! কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী

তাই এই সমস্ত জালিয়াতির হাত থেকে গ্রাহকদের নিরাপদ রাখার জন্য সংশোধনী নিয়ম লাগু করা হয়েছে। তাই জানিয়েছে যে এই সংশোধনী নিয়মগুলি প্রতারণামূলক সিম সোয়াইপ বা জাল নথির মাধ্যমে মোবাইল নম্বর পোর্ট করা রোধ করবে। তাই এবার থেকে মোবাইল নম্বর প্রতিস্থাপনের পর ৭ দিনের আগে ইউ পি সি’র জন্য অনুরোধ করা হয়ে থাকলে ইউ পি সি বরাদ্দ হবে না।

Avatar

Papiya Paul

X