Business Idea

Business Idea: বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই ফেসবুক থেকে কামান হাজার হাজার টাকা, জানুন কিভাবে?

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে স্মার্টফোন প্রায় প্রত্যেকটি মানুষের হাতেই রয়েছে। আর স্মার্টফোন থাকা মানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আনাগোনা থাকে। ফেসবুক হলো এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যা এখন বদলে দিচ্ছে সাধারন মানুষের জীবন।

যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সকলেই প্রায় ফেসবুক ব্যবহার করেন। এই ফেসবুক স্ক্রল করতে করতে সারাদিন কেটে যায়। আপনারা হয়তো জানেন না এই ফেসবুক থেকে এখন প্রচুর টাকা উপার্জন করা যায়। আপনিও যদি ফেসবুক থেকে টাকা উপার্জন(Facebook Earning) করতে চান, তাহলে আপনার জন্য রইল কিছু টিপস-

১) আপনি যদি একজন কন্টেন্ট নির্মাতা হয়ে থাকেন। তাহলে ফেসবুক থেকে অনেক উপায়ে টাকা উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে কোন ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করে এবং তাদের জিনিস প্রচার করে সেগুলো কনটেন্টের মাধ্যমে আপনি মোটা টাকা উপার্জন করতে পারবেন।

Facebook Earning

আরও পড়ুন: Business Idea: নামমাত্র পুঁজিতে খুলে ফেলুন চায়ের দোকান, আয় হবে চাকরির থেকে বেশি, মানতে হবে এই স্ট্র্যাটেজি

২) এছাড়া ফেসবুকের অফিসিয়াল ব্র্যান্ড কোলাবারেশন প্রোগ্রামে যোগ দিলেও আয় করার সুযোগ থাকে। তবে এক্ষেত্রে অফিসিয়াল পার্টনারশিপ প্রোগ্রামের সঙ্গে যোগ্য হতে আপনার ফেসবুক পেজে কমপক্ষে ১০০০ জন ফলোয়ার লাগবে।

৩) এছাড়া ফেসবুকের একটি বিশেষ অপশন রয়েছে যাকে বলা হয় ইভেন্ট। এটির মাধ্যমেও আপনি টাকা উপার্জন করতে পারবেন। আপনি ফেসবুক লাইভেও একটি ইভেন্ট হোস্ট করতে পারেন।

৪) এছাড়া অনলাইনের বিভিন্ন ব্র্যান্ড আছে, যেগুলো আপনাকে একজন ফ্রিল্যান্সার বা কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারেন। সেখান থেকেও মোটা টাকা উপার্জনের সুযোগ রয়েছে।

Papiya Paul

X