নিউজ শর্ট ডেস্ক: দুনিয়াটাই এখন চুরি-চামারি আর জালিয়াতির চক্করে ভরে গিয়েছে। অনেক সময় তো আসল মালিক কে অন্ধকারে রেখে তার অজান্তেই হাতিয়ে নেওয়া হয় জমি-বাড়ি সবটাই। এইভাবে একের পর এক অন্যের জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠতেই এবার নড়েচড়ে বসলো রাজ্য সরকার। শুধু তাই নয় এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই এবার নতুন নির্দেশিকাও জারি করা হল রাজ্য সরকারের (State Government) তরফ থেকে।
জানা আছে রাজ্য সরকারের তরফে জারি করা এই নতুন নির্দেশিকা (New Rules) ইতিমধ্যেই পাঠানো হয়েছে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার রেজিস্টারদের কাছে। আশা করা হচ্ছে নতুন এই নির্দেশিকা মেনে কাজ করা হলে আগামী দিনে আসল মালিককে না জানিয়ে তার জমি জামা কিংবা বাড়ি অন্যের নামে রেজিস্ট্রি (Land Registry) করানোর মতো প্রতারণা চক্র বন্ধ করা যাবে।
বিভিন্ন ধরনের অসাধু কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আইনের অপব্যবহার করেই অন্যের জমি বাড়ি রেজিস্ট্রি করানোর কাজ করে থাকে। এই প্রসঙ্গে ১৯০৮ সালের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি রেজিস্ট্রেশন আইনে বলা হয়েছে শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রেই যারা অফিসে আসতে পারবেন না শুধুমাত্র তাদের জন্যই রেজিস্ট্রি অফিসার বাড়ি গিয়ে জমি-বাড়ি রেজিস্ট্রি করে দিতে পারেন।
এই নিয়মের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রি করার সময় বায়োমেট্রিক ছাপ দেওয়া বাধ্যতামূলক নয়। আর এই আইনেরএই ফাঁক-ফোকরকে কাজে লাগিয়েই দিনের পর দিন বেড়ে চলেছে প্রতারণার জাল বিস্তারের কাজ। বিশেষ করে এই পদ্ধতিতে জমি রেজিস্ট্রি করতে গেলে খরচের পরিমাণও খুবই কম হয়।জানা যাচ্ছে এই ধরনের জমি রেজিস্ট্রির করানোর ক্ষেত্রে খরচ হয় মাত্র ৪০০ টাকা।
আরও পড়ুন: বীমা গ্রাহকদের জন্য সুখবর! স্যারেন্ডার ভ্যালু সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো IRDAI
তাই নামমাত্র এই ফি দিয়েই অনেকে আইনের অপব্যবহার করে চলেছেন লাগাতার। আর এই অপরাধ মূলক কাজ বন্ধ করার জন্য জন্যই এবার রাজ্যের ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের তরফ থেকে জারি করা ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে এবার থেকে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করার আবেদন আসলেই তা গ্রহণযোগ্য হবে না.
এক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ের উপর নজর দিতে হবে। কেউ যদি বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার আবেদন জানান তাহলে এক্ষেত্রে প্রথমেই যাচাই করে দেখতে হবে আবেদনকারী রেজিস্ট্রি অফিসে আসতে পারবেন না কেন? অফিসে আসতে না পারার পিছনে ঠিক কি কারণ রয়েছে? যাচাইয়ের পর আবেদন সঠিক হলে তবেই বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করা হবে। কিন্তু এই নিয়ম অগ্রাহ্য করেই যদি কোন অফিসার বাড়ি গিয়ে রেজিস্ট্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।