নিউজশর্ট ডেস্কঃ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে ভারতীয় রেলওয়ে(Indian Railways) পরিচিত। সাধারণ মানুষের কাছে ভারতীয় রেলওয়ের জনপ্রিয়তা সবসময় বেশি। খুব কম সময়ে এবং অল্প খরচের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তবে ভারতীয় রেলে ভ্রমণের ক্ষেত্রে সবসময় টিকিট কাটা বাধ্যতামূলক। তবে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে গিয়ে বহু মানুষ অনেক সময় কনফার্ম টিকিট পান না। বিশেষ করে ছুটির মরশুমে বা উৎসবের সময় টিকিটের চাহিদা থাকে প্রচুর। কিন্তু অনেক ক্ষেত্রে আবার জরুরী পরিস্থিতিতে কনফার্ম টিকিট কেটেও যাত্রীদের সেই টিকিট বাতিল করতে হয়।
অনেকেই সঠিকভাবে জানেন না কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? আজকের এই প্রতিবেদনে কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। যাত্রা শুরুর ৪৮ ঘন্টা আগে কেউ যদি ফাস্ট এসি টিকিট বাতিল করেন তাহলে টিকিট পিছু ২৪০ টাকা করে কেটে নেওয়া হয়।
আবার যাত্রা শুরুর ৪৮ ঘন্টা আগে সেকেন্ড এসির টিকিট বাতিল করলে সেক্ষেত্রে ২০০ টাকা কেটে নেওয়া হয় এবং থার্ড এসির ক্ষেত্রে ১৮০ টাকা করে কেটে নেওয়া হয়। এটি ছাড়াও টিকিটের দাম বাবদ জিএসটির টাকাও কেটে নেওয়া হয়। আবার স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সেক্ষেত্রে টিকিট পিছু ১২০ টাকা করে ফেরত দেওয়া হয়। আর নিচুস্তরের কামরার ক্ষেত্রে ৬০ টাকা করে রিটার্ন পাওয়া যায়।
আর কেউ যদি যাত্রা শুরুর চার ঘন্টা আগে টিকিট বাতিল করেন সেক্ষেত্রে টিকিটের দামের অর্ধেক টাকা কেটে নেওয়া হয়। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে কারোর টিকিট যদি কনফার্ম না হয় এবং যাত্রা শুরুর ৩০ মিনিট আগে যদি বাতিল করে থাকেন। তাহলে টিকিটের পুরো টাকাটাই রিটার্ন পাওয়া যায়।