Hero

Hero: দেখতে যেমন সুন্দর দামেও তেমন কম! ফিচার্সে ঠাসা হিরোর এই বাইক জলের দামে দিচ্ছে ফ্লিপকার্ট

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশে দিনে দিনে বেড়েই চলেছে মোটর সাইকেল (Motor Bike) বিক্রির বাজার। অফিস-বাজার হোক কিংবা কাছে-পিঠে যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য-ও এই দুই চাকার (Two Wheeler)  বাহনই কিন্তু সেরা। তাছাড়া বাইকপ্রেমীদের টি-হুইলারের প্রতি থাকে এক আলাদাই আগ্রহ। কেউ কেউ আবার নিতান্ত শখের বশেই বিভিন্ন মডেলের গাড়ির কালেকশন করে থাকেন।

বিশেষ করে এই তালিকায় রয়েছেন আমাদের দেশের নামিদামি তারকারা। কিন্তু মধ্যবিত্তের তো আর সাধ থাকলেও সাধ্য থাকে না। কারণ এক্ষেত্রে  হামেশাই তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। তবে আর চিন্তা নেই, এবার খুব সস্তায় Flipkart ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমেই কিনতে পারবেন বাইক কিংবা স্কুটার।

এই চৈত্র মাসেই দারুন সেল দিচ্ছে জনপ্রিয় এই ই-কমার সাইটটি। এখানেই অনেক বেশি সস্তায় পাওয়া যাচ্ছে দুর্দান্ত ফিচার সম্পন্ন হিরো এইচএফ ডিএলএক্স বাইকটি (Hero HF Deluxe Bike)। এই বাইকটি দেখতেও যেমন স্টাইলিশ  তেমনি ঠাসা এক গুচ্ছ ফিচার্সে।

হিরো এইচএফ ডিএলএক্স বাইক,Hero HF Deluxe Bike,দুই চাকা,Two Wheeler,Flipkart,ছাড়,Discount,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

হিরোর কম দামের এই বাইকটি একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই! বাইকটি লম্বায় ২০৫২ mm,চওড়ায় ৭২০mm আর উচ্চতা ১০৭৪mm। বাইকটির হুইল বেস ১২৩৫mm এর। ফলে সব বয়সের মানুষই এই কম ওজনের বাইক চালাতে পারেন। রাইডারের সুবিধার কথা ভেবেই  কিক স্টার্টের সুবিধা দেওয়া হয়েছে। এই বাইকে  ৯৭.২২ সিসির ৪-স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আর চলবে না রাজধানী এক্সপ্রেস, জায়গা নিচ্ছে এসি স্লিপার বন্দে ভারত! কবে চালু হবে পরিষেবা?

এই বাইক ৮.০২PS এর পাওয়ার এবং ৮.০৫ nm এর টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এই বাইকে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স। রাইডারের সুরক্ষার কথা ভেবেই সামনে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক। চাকা একেবারেই টিউবল্যাস। হিরোর এই সস্তার বাইকে রয়েছে ৯.৬ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। প্রতি ঘন্টায় এর টপ স্পিড ৮৫কিলোমিটার।

কেউ যদি Flipkart ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে Hero HF Deluxe -বাইকটি কিনতে পারেন তাহলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন সিটি ব্যাঙ্ক কিংবা HSBC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই বাইকটি কিনলে EMI -এর ওপর অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। তাছাড়া Flipkart UPI এর মাধ্যমে পেমেন্ট করলে ২৫ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। থাকছে পাবেন সারপ্রাইজ কুপন-ও। পরে কিছু কিনলে এই কুপন রিডিম করা যাবে।

হিরো এইচএফ ডিএলএক্স বাইক,Hero HF Deluxe Bike,দুই চাকা,Two Wheeler,Flipkart,ছাড়,Discount,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

হিরোর এই বাইকটি কেনার তারিখ থেকে ৫ বছর বা ৭০হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। Flipkart ওয়েবসাইট কিংবা অ্যাপে এই বাইকটির  এক্স শোরুম প্রাইস ৫৯,৬৯৮ টাকা। এছাড়া ইনস্যুরেন্স অ্যামাউন্ট, RTO চার্জ, ভ্যালু অ্যাডেড সার্ভিস, হ্যান্ডেলিং সহ একাধিক বিষয় রয়েছে যার জন্য  আলাদা  টাকা দিতে হবে। তবে সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে তবেই এই বাইকটি অর্ডার করা ভালো।

Avatar

anita

X