WhatsApp

WhatsApp: সারাদিন অনলাইন থাকেন হোয়াটসঅ্যাপে? অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো?

নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে কিংবা পড়াশুনো অথবা অবসর সময় যে-কোনো ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তাছাড়া অধিকাংশ মানুষই প্রায় সারাদিন অনলাইন থাকেন হোয়াটসঅ্যাপে। কিন্তু এবার এই চ্যাটিং অ্যাপের মাধ্যমেই প্রতারণার (Scam) নতুন জাল পাতছেন  প্রতারকরা ।

আর একবার সেই ফাঁদে পা দিলেই ব্যাস, মুহূর্তের মধ্যে মানুষ হারাচ্ছেন নিজের সর্বস্ব। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। তা না হলে প্রতারকদের পাতা ফাঁদে একবার পা দিলেই ফাঁকা হয়ে যাবে ব্যাংক ব্যালেন্স। শুধু তাই নয়, এবার থেকে নিজেদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিও হোয়াটসঅ্যাপে পাঠানোর আগে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।

তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত আজ সে-সম্পর্কেই জানাবো আপনাদের। হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যেই অপরিচিত নম্বর থেকে ভিডিয়ো কল বা মেসেজ আসে। এক্ষত্রে ভুলেও সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যাবে না, তার জন্য প্রথমে নম্বর চেক করতে হবে ।

হোয়াটসঅ্যাপ,WhatsApp,প্রতারণা,Scam,সতর্কতা,Awareness,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এসব ক্ষেত্রে বেশিরভাগ প্রতারকরাই আগে দরকারি কথা শুরু করে তারপরেই প্রতারণার ফাঁদ পাতে। তবে কোনো অচেনা নম্বর থেকে মেসেজ করে কেউ যদি কোনও কাজের কথা না বলে তাহলে তাকে ব্লক করে দেওয়াই ভালো। এক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ফিশিং অ্যাটাক। বেশিরভাগ সাইবার স্ক্যামাররাই সাধারণত ব্যাঙ্ক, ডেলিভারি সার্ভিস এবং সরকারি সংস্থার নামে লোকেদের কাছে মেসেজ পাঠায় এবং তাদের ভয় দেখাতে থাকে।

আরও পড়ুন: মুকেশ আম্বানির সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ! ‘গরিব বিরোধী জিও’ দাবি Vi-এর

এছাড়াও এমন অনেক মেসেজে আসে যেখানে  অন্যদের  সঙ্গে ওয়েব লিঙ্ক শেয়ার করতে বলা হয়। কখনও কেও যদি এমন কোনো  মেসেজ পান তাহলে তাতে ভুলেও ক্লিক করবেন না। একইভাবে  হোয়াটসঅ্যাপে কোনও মেসেজের সঙ্গে লিঙ্কে দেওয়া থাকলে, তাতে ক্লিক করা উচিত নয়। বিশ্বস্ত কোনো ব্যক্তি ছাড়া অজানা নম্বর থেকে আসা মেসেজে ক্লিক করা উচিত নয় একেবারেই।

হোয়াটসঅ্যাপ,WhatsApp,প্রতারণা,Scam,সতর্কতা,Awareness,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারণ এই লিঙ্কগুলির সাহায্যেই, ম্যালওয়্যার বা ভাইরাস ডাউনলোড করা হয়। হোয়াটসঅ্যাপে কখনওই কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি।

Avatar

anita

X