নিউজশর্ট ডেস্কঃ কয়েক মাস আগেই শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আর এবার ফলাফলের অপেক্ষায় রয়েছে সকল পড়ুয়ারা। জানা যাচ্ছে যে খুব শীঘ্রই মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাবে। আর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরই উচ্চমাধ্যমিক নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। তবে যত উচ্চ শিক্ষার দিকে এগোনো হয়, ততই পড়াশোনার খরচ বাড়তে থাকে।
তাই এক্ষেত্রে পড়াশোনাতে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে মোটা টাকা দেওয়া হয়। বাংলাতে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না। এক্ষেত্রে এমন কিছু পড়ুয়া থাকে যারা গরীব হওয়া সত্ত্বেও অত্যন্ত মেধাবী।
আর এই মেধাবী এবং গরিব ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে ১৮ হাজার টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী পড়ুয়াদের এই টাকা দেওয়া হচ্ছে। মূলত এই আঠারো হাজার টাকা দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর(Scholarship) মাধ্যমে। এই স্কলারশিপের টাকা পেতে হলে আবেদনকারীকে সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া স্কেল অনুযায়ী যোগ্যতা অবশ্যই থাকতে হবে।
কারণ যোগ্যতা না থাকলে যে কোন কাউকে এই স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া হবে না। এক্ষেত্রে এই স্কলারশিপের জন্য এই https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। কোন কোর্সে পড়াশোনার জন্য আবেদন করছেন সেটার উপরও ভিত্তি করে তিনি কত টাকা এই স্কলারশিপের মাধ্যমে পাবেন সেটা নির্ভর করে। তবে এই স্কলারশিপ নিতে হলে পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৬০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে পাস করতে হবে। যদি ৬০ শতাংশ নম্বর না থাকে তাহলে আবেদন করলেও কোন অর্থ আসবে না। এছাড়াও পড়ুয়াকে পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত স্কুল থেকে পাশ করতে হবে। আর আবেদনকারীকে তার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের জন্য স্কলারশিপ চালু রয়েছে। ইতিমধ্যে এই স্কলারশিপের সুবিধা পেয়ে বহু দুঃস্থ ও মেধাবী পড়ুয়ারা পড়াশোনা এগিয়ে চলতে পেরেছে।