iPhone

iPhone: আরও সস্তা হল আইফোন ১৩! এখন না কিনলে পস্তাবেন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে আইফোনের (iPhone) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই ফোন কেনার স্বপ্ন থাকে সবারই। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় এই ফোনের দাম। এবার আইফোন প্রেমীদের জন্য এসে গেল এক সুবর্ণ সুযোগ। ২০২১  সালে আইফোন ১৩-এর ১২৮ জিবির ভার্সনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল ৭৯,০০০ টাকা

কিন্তু এখন এই ফোনটি সেই দামের তুলনায় ২৭ হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। প্রথমে এই ফোনটির দাম কমিয়ে কোম্পানি করেছিল ৬৯,৯০০ টাকা। ডিসকাউন্টের (Discount) পর দাম কমিয়ে করা হয়েছিল ৫৯,৯০০ টাকা। এবার আরও সস্তায় পাওয়া যাচ্ছে অ্যাপেলের আইফোন ১৩।

জানা যায়, ৬.১ ইঞ্চি ডিসপ্লে. এবং A15 বায়োনিক চিপের এই কমপ্যাক্ট মোবাইলটির কার্যক্ষমতাও অত্যন্ত শক্তিশালী। বর্তমানে এই ফোনটি জনপ্রিয় দুই  ই-কমার্স (E-commerce) সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজনে (Amazon) সামান্য কম দামে পাওয়া যাচ্ছে।

আইফোন ১৩,iPhone 13,অ্যাপেল,Apple,সস্তা,Low Price,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,ই-কমার্স,E-commerce,ফ্লিপকার্ট,Flipkart,অ্যামাজন,Amazon

ডিসকাউন্ট এর পর এই মোবাইলটি ফ্লিপকার্টে এখন ৫২,৯৯৯ টাকা পাওয়া যাচ্ছে। অন্যদিকে এই মডেলটিই অ্যামাজনে ৫২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অ্যামাজনে এই মোবাইলটি  সবুজ এবং গোলাপি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দামের দিক দিয়ে এই ফোনটি ফ্লিপকার্টে ৯ টাকা বেশি দামে বিক্রি করা হলেও এক্ষেত্রে অনেকগুলি ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে। যা অ্যামাজনে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল নম্বর! অচেনা নম্বর থেকে ফোন এলে সাবধান

বিশেষ করে কারও কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে তিনি ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনার ক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন। ফ্লিপকার্টে এই ফোনের ওপর ৪৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। কিন্তু অ্যামাজন শুধুমাত্র ২৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এছাড়া যদি কেউ এই মোবাইলটি ফ্লিপকার্ট থেকে ইএমআইতে কেনেন আর তার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে তিনি ৬ এবং ৯ মাসের মেয়াদে আড়াই হাজার টাকা ছাড় পেতে পারেন।

আইফোন ১৩,iPhone 13,অ্যাপেল,Apple,সস্তা,Low Price,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,ই-কমার্স,E-commerce,ফ্লিপকার্ট,Flipkart,অ্যামাজন,Amazon

অন্যদিকে যদি কারও  ১২ মাসের ইএমআই হয় আর তার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে তিনি সাড়ে তিন হাজার টাকার ছাড় পাবেন। এছাড়াও আরও একাধিক অফার রয়েছে যা ফ্লিপকার্ট-এ পাওয়া যায়। কিন্তু এই মোবাইল কেনার উপর কোন ব্যাংক অফার পাওয়া যাবে না অ্যামাজনে। কিন্তু যদি কারো কাছে এই সমস্ত অফার নেওয়ার সুযোগ না থাকে তাহলে তিনি ফ্লিপকার্টের পরিবর্তে অ্যামাজন থেকেই এই ফোন কিনতে পারেন। এছাড়া যদি এয়ারটেল পোস্ট পেইডে কেউ সুইচ করতে চান তাহলে তিনি অ্যামাজন থেকে বারোশো টাকার ছাড় পেতে পারেন।

Avatar

anita

X