নিউজ শর্ট ডেস্ক: নববর্ষের আগেই গ্রীষ্মের দাবদাহে ঘেমে-নেয়ে একাকার রাজ্যবাসী। সকাল থেকেই যেন অগ্নিস্নান করাচ্ছেন সূর্যদেব। আর তাই গরম পড়তেই রাজ্যের একাধিক রেল স্টেশন গুলিতে যাত্রীদের খানিক স্বস্তি দিতেই এবার বিরাট আয়োজন করেছে পূর্ব রেল (Eastern Railways)।
ইতিমধ্যেই রাজ্যের একাধিক রেল স্টেশনে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাই-ভলিউম লো স্পিড পাখা (High Speed Low Volume Fan)। পূর্ব রেলের হাওড়া (Howrah) এবং শিয়ালদা (Sealdah) রেল স্টেশনে যাত্রীদের সাময়িক স্বস্তি দেওয়ার কথা ভেবেই এই ধরনের পাখা বসানো হয়েছে।
জানা যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই এইচভিএলএস পাখাগুলি তীব্র গরমের মধ্যেও প্রচন্ড তাপ এবং আর্দ্রতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। দাবি করা হচ্ছে এই পাখা গুলি চালানোর পর তাপমাত্রা অনায়াসেই চার থেকে পাঁচ ডিগ্রি কমে যায়।
যার ফলে স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা খানিকটা হলেও গরমের হাত থেকে নিস্তার পাবেন। প্রচন্ড গরমের মধ্যেও এই পাখা ঠান্ডা শীতল অনুভূতি দেয়। শুধু তাই নয়, জানা যাচ্ছে ১.২ কিলোওয়াটের মোটর ক্ষমতা সম্পন্ন এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পাখা গুলি একদিকে যেমন শক্তিশালী তেমনি আরামদায়ক।
আরও পড়ুন: এবার আবর্জনা দিয়ে তৈরী হবে টাকা! আয় হবে কোটিতে! বিপুল কাজের সুযোগ কলকাতায়
আবার একইসাথে বিদ্যুৎ সাশ্রয় করতেও সক্ষম এই পাখা। শুধু তাই নয় এই পাখা গুলি চলার সময় খুব একটা আওয়াজ হয় না। ফলে চারপাশে শান্ত পরিবেশ বজায় থাকে। রেল সূত্রে খবর ইতিমধ্যেই এই এইচভিএলএস পাখা হাওড়া স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২ টি,এবং নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় ৭ টি লাগানো আছে।
তবে আগামী দিনে হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় আরো ১১ টি এই পাখা লাগানোর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। তাছাড়াও তারকেশ্বর বুকিং অফিস এলাকায় ২ টি এবং বর্ধমান জংশন এলাকায় ১ টি পাখা লাগানো আছে।